ব্রেকিং নিউজ
Home - অপরাধ - মঠবাড়িয়া পৌর শহরে দিনে দুপুরে চুরি করতে গিয়ে জনতার হাতে দুই চোর ধৃত : গণধোলাই

মঠবাড়িয়া পৌর শহরে দিনে দুপুরে চুরি করতে গিয়ে জনতার হাতে দুই চোর ধৃত : গণধোলাই

মঠবাড়িয়া প্রতিনিধি >>
পিরোজপুর মঠবাড়িয়া পৌর শহরের বাসার জানালার গ্রীল কেটে দিনে দুপুরে চুরি করতে গিয়ে সাগর (২৫) ও রুবেল (২২) নামে দুই চোর জনতার হাতে ধৃত হয়ে গণধোলাইয়ের শিকার হয়েছে।

আজ রবিবার দিনে দুপুরে শহরের পশ্চিম কলেজ পাড়ার বাসিন্দা ব্যাংক কর্মকর্তা মাসুদা আকতারের ভাড়াটিয়ার বাসায় চুরির জন্য জানালার গ্রিল কাটতে গিয়ে অভিযুক্ত দুই চোর জনাতার হাতে ধৃত হয়। পরে বিক্ষুদ্ধ জনতা আটককৃত দুই চোরকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে।
আটককৃতরা হলো, সাগর ঢাকা কেরানি গঞ্জের শামসু মোল্লার ছেলে ও রুবেল বরিশাল রূপাতলীর ইসমাইল হকের ছেলে।
থানা স্থানীয় সূত্রে জানাগেছে, মঠবাড়িয়া পৌর শরের পশ্চিম কলেজ পাড়ার ব্যাংক কর্মকর্তা মাসুদা আক্তারের ভাড়াটিয়া তাসলিমার বাসায় আজ রবিবার দুপুর একটার সময় কেউ না থাকার সুযোগে নির্বিঘেœ জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করার চেস্টা চালায়। এসময় প্রতিবেশী একটি শিশু দেখতে পেয়ে মহল্লার লেকজনকে খবর দিলে ঘটনা স্থলে ওই দুই চোর কে ধাওয়া করে আটক করে । এসময় বিক্ষুদ্ধ জনতার হাতে ওই দুই চোর গণধোলইর শিকার হয়। পরে পুলিশ খবর পেয়ে জনতার কবল থেকে আহত দুই চোরকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

উল্লেখ্য সম্প্রতি পৌর শহরে চোরের উপদ্রব বৃদ্দি পেয়েছে। গত দুই মাসে দিনে দুপুরে অন্তত ১০ টি বাসাবাড়িতে চুরির ঘটনায় পোরবাসির মধ্যে চোর আতংক বিরাজ করছে।

মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ কে.এম তারিকুল ইসলাম জানান, জনতার হাতে আটকের পর ওই চোর কে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। বিগত দিনের চুরির ঘটনায় তাদের ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...