ব্রেকিং নিউজ
Home - এক্সক্লুসিভ - গৃহকর্মী ও গৃহকর্তা নির্যাতন

গৃহকর্মী ও গৃহকর্তা নির্যাতন

গৃহ কর্মী নিয়ে আমাদের ঘটনার শেষ নেই। তবে সব সময় সবচেয়ে বেশী যে সকল ঘটনা আমাদের সামনে আসে তা হলো গৃহকর্মী নির্যাতনের ঘটনা। প্রায়ই পত্রিকার পাতা খুললে চোখে পরে হাড় জিরজিরে একটি ছেলে কিংবা একটি মেয়ে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে তার শরীরের বিভিন্ন স্থানে নির্যাতনের চিহ্ন বিদ্যমান। গৃহকর্মী খুন, খুনের পরে গুম এমন খবরও বিরল নয়। এ নির্যাতন কারী গৃহকর্তার দলে যে সব সমাজের সাধারণ মানুষজন থাকে তাই নয় নামকরা খেলোয়ার থেকে শুরু করে ফেঁসেছেন মানবতাবতী সঙ্গীত শিল্পী পর্যন্ত। এতো গেলো সেই সমস্ত নির্যাতনের কিছু খবরের ছঁয়া যা আমরা টিভি পত্রিকা কিংবা ফেইবুকের কল্যানে পাই। আর যে সকল সংবাদ চোখে পরে না তা? শঙ্কার বিষয় মিডিয়ার বাইরে নির্যাতনের অনেক ঘটনা ঘটে যা কোনদিন না পায় মিডিয়া কাভারেজ, ভিকটিম না ভাবে বিচার চাওয়ার বা পাওয়ার কথা।
এসবই পুরানো বিষয়। আমি যদি একটু ভিন্ন এবং বলতে গেলে বিষটির একটু বিরপরীত এঙ্গেল থেকে দেখি? যেমন আসলে কি সর্বত্র শুধুই গৃহকর্মী নির্যাতনের শিকার হয়? গৃহ কর্তা? বা ঘরের অন্যান্য মানুষ কি সঠিক ভাবে তার পরিশোধিত টাকা সমপরিমান সেবা নিতে পারে? একজন ছুটা কাজের বুয়া বিভিন্ন কাজ অনুযায়ী তার বেতন চায় তারপর দরদাম ঠিক হলে কাজ করা শুরু করে। কাপড় ধোয়া ঘর মোছা, থালা বাসন ধোয়া বাবদ হয়তো ১,৫০০ টাকা। আবার এর সাথে রান্না যোগ হলে হয়তো আরো ১,০০০ টাকা বাড়বে। কিন্তু এই ঢাকা সহরের মধ্যবিত্ত একটি পরিবার যার কিনা আয়ের সিংহভাগ চলে যায় বাড়ী ভাড়ার পিছনে সে কত দিন সকাল বেলা কাজের বুয়ার তৈরি নাস্তা খেয়ে অফিসে যেতে পারে? মাসের মধ্যে একজন বুয়া কতদিন নিজে থেকে কাজ করতে আসে না? একজন কাজের বুয়া নিয়ে এরকম হাজারটা সমস্যা থাকে। কোন বুয়া চোর হয়, কোন বুয়া মাসে পনের দিনের বেশী আসে না, কোন বুয়া হয়তো কয়েকটি কাজ করে গেলে আবার সে কাজ করতে হয়, কারো মুখের ব্যাবহার হয়তো খুবই জঘন্য, কোন কোন বুয়া হয়তো ডাকাত দলের অ্যাসাইমেন্ট নিয়ে এসে সময় সুযোগ বুঝে মনিব কে খুন করে সব নিয়ে পালিয়ে যায়। বড় কোন ঘটনা না ঘটলে কাজের বুয়া নিয়ে মালিকের অন্যান্য যে সমস্যা হয় তা নিয়ে টেলিভিশন পত্রিকায় রিপোর্ট হয় না, টক শো হয় না, মানব বন্ধন হয় না।

আমি চাই বিষয় গুলো সামনে আসুক। আপনার সবাই কাজের বুয়া নিয়ে আপনার সমস্যা গুলো লিখুন। দেখবেন কাজের বুয়া নিয়ে কত্ত কোটি কোটি সমস্যা বের হয়। তবে আমি চাই দুই পক্ষের নির্যাতন সেচ্ছাচরিতাই বন্ধ হোক।

© মোটা দাগের কথা
০৭ জুন, ২০১৭
লখক >> সাইফুল বাতেন টিটো, মিডিয়া কর্মী ।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...