ব্রেকিং নিউজ
Home - এক্সক্লুসিভ - ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘মোরা’ ! উপকূলবাসি আতংকে

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘মোরা’ ! উপকূলবাসি আতংকে

আজকের মঠবাড়িয়া অনলাইন ডেস্ক >>

উপকূলের দিকে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় ‘মোরা’। আজ সোমবার ভোরে চট্টগ্রাম বন্দর থেকে ৫৭০ কিলোমিটার, কক্সবাজার উপকূল থেকে ৪৯০, মোংলা সমুদ্রবন্দর থেকে ৬২০ ও পায়রা সমুদ্রবন্দর থেকে ৫৫৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পশ্চিমে এটি অবস্থান করছিল। আবহাওয়া অধিদপ্তর বলছে, আগামীকাল মঙ্গলবার সকালে এটি চট্টগ্রাম ও কক্সবাজার উপকূল অতিক্রম করতে পারে।

এদিকে উপকূলে আজ দুপুর থেকে গুমোট আবহাওয়া চলছে। কিছুক্ষণ আগে বৃষ্টি ও হাল্কা বাতাস বইতে শুরু করেছে। বিদ্যুত সরবারাহ বন্ধ হয়ে গেছে। বিকেল নাগাদ ঝড় বইতে পারে এমন আশংকায় উপকূলের জনজীবনে বির্যয়ের আশংকায় প্রশাসন প্রস্তুতি গ্রহণ করেছে।

পিরোজপুরের মঠবাড়িয়া সহ বরগুনা,ঝালকাঠি ও পিরোজপুরে প্রসাশনের উদ্যোগে জরুরী ঘূর্ণিঝড় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তািএসএম ফরিদ উদ্দিন জানান, দুর্যোগে স্বেচ্ছাসেবকদের ও আশ্রয় কেন্দ্রসমূহ প্রস্তুত রাখা হয়েছে। সম্ভাব্য জরুরি স্বাস্থ্য পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতির অংশ হিসেবে মেডিক্যাল টিম গঠনের পাশাপাশি খোলা হয়েছে নিয়ন্ত্রণ কক্ষ। এ ছাড়া ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রগুলো প্রস্তুত রাখা হয়েছে।

জানাগেছে, বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি গত মধ্যরাতে ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে। বর্তমানে ঘূর্ণিঝড়টি পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে ও তৎসংলগ্ন এলাকা থেকে কিছুটা উত্তর দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে। সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী ঘূর্ণিঝড় ‘মোরা’ আরও ঘনীভূত হয়ে পরবর্তী ১৮ ঘণ্টার মধ্যে সামুদ্রিক ঘূর্ণিঝড়ে রূপ নেবে। এই পরিস্থিতিতে চট্টগ্রাম, মোংলা ও পায়রা সমুদ্রবন্দর এবং কক্সবাজার উপকূলে ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, ঘূর্ণিঝড়টির কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৫২ কিলোমিটার। এটি দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে ৮৮ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে সাগর খুবই উত্তাল রয়েছে। উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত নৌযানগুলোকে অতিসত্বর নিরাপদ স্থানে চলে আসার নির্দেশনা দেওয়া হয়েছে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...