ব্রেকিং নিউজ
Home - এক্সক্লুসিভ - পিরোজপুরে প্রাথমিক শিক্ষায় স্বচ্ছতা ও জবাবদিহিতাবৃদ্ধি এবং সেবার মানউন্নয়নে করনীয় বিষয়ক মতবিনিময় সভা

পিরোজপুরে প্রাথমিক শিক্ষায় স্বচ্ছতা ও জবাবদিহিতাবৃদ্ধি এবং সেবার মানউন্নয়নে করনীয় বিষয়ক মতবিনিময় সভা

পিরোজপুর প্রতিনিধি >>
পিরোজপুরে প্রাথমিক শিক্ষায় স্বচ্ছতা ও জবাবদিহিতাবৃদ্ধি এবং সেবার মানউন্নয়ন সহ স্থানীয় পর্যায়ে করনীয় শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে ও টিআইবির অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাাক) র সহযোগিতায় পিরোজপুর সনাক কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সচেতন নাগরিক কমিটি (সনাক) এর সহ সভাপতি অ্যাডভোকেট মো. শহিদুল্লাহ খানের সভাপতিত্বে ও সনাকসদস্য এম এ রব্বানী ফিরোজ এর সঞ্চালনায় অনুষ্ঠিত সমন্বয়সভায় প্রধানঅতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ মোঃমুজিবর রহমান খালেক। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ রেজাউল করিম মন্টু সিকদার, সহকারি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সতীশ চন্দ্র মন্ডল। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সনাক সদস্য এবং শিক্ষা বিষয়ক উপ কমিটির আহবায়ক খায়জুরান দিরোজ। সদর উপজেলার পালপাড়া ক্লাস্টারের ১৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএমসি সভাপতিগন অংশগ্রহণ করে।
প্রধান অতিথি তার বক্তব্যে শিক্ষার গুণগত মানোন্নয়নে জবাবদিহিতা ও আন্তরিকতার উপর গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন,পেশাগত দায়িত্ব যথাযথ ভাবে পালন না করলে তা দুর্নীতিবলে গণ্য হবে সে ক্ষেত্রে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে উল্লেখ করেন। তিনি সকলকে দুর্নীতির বিরুদ্ধে সক্রিয় হতে আহবান জানান।
টিআইবি’র এরিয়া ম্যানেজার পুলক রঞ্জন পালিত-সিই, সনাকও টিআইবি’র কার্যক্রম তুলে ধরার পাশাপাশি শিক্ষাখাতে সনাকের কার্যক্রমের মাধ্যমে ব্রাক্ষ্মণকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অর্জিত ফলাফল সূহের অভিজ্ঞতা নিয়ে অন্যান্য বিদ্যালয় সমূহ যাতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করে সেজন্য উপস্থিত প্রধান শিক্ষক ও এসএমসি সভাপতিদের আহ্বান জানান।
মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন ব্রাক্ষ্মণকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নীহারকনা মুখার্জী, খানাকুনিয়ারী বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সাইদুর রহমান, খুমুরিয়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অঞ্জুকর্মকার, উত্তরপাড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহানআরা মলি, কুমারখালী প্রাথমিক বিদ্যালয়ের এসএমসি সভাপতি মনোঞ্জয় কুমার দত্ত, খুমুরিয়া প্রাথমিক বিদ্যালয়ের এসএমসি সভাপতি মোঃ রেজাউল ইসলাম মন্টু প্রমুখ।
উপজেলা সহকারী শিক্ষা অফিসার তার বক্তৃতায় সনাকের কার্যক্রমকে স্বাগত জানান।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...