ব্রেকিং নিউজ
Home - এক্সক্লুসিভ - পিরোজপুরে নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে মানববন্ধন

পিরোজপুরে নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে মানববন্ধন

পিরোজপুর প্রতিনিধি >>
পিরোজপুরে অতি মাত্রায় লোডশেডিং বন্ধ, জাতীয় গ্রীডের সাব ষ্টেশননির্মানের দাবীসহ নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবীতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। জেলার বিদ্যুৎ গ্রাহকবৃন্দের আয়োজনে মঙ্গলবার সকালে শহরের টাউন ক্লাব সড়কে এ মানববন্ধন কর্মসূচির পালিত হয়। মানববন্ধনে এ সময় বক্তব্য রাখেন পিরোজপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি এ কে আজাদ, প্রেসক্লাবের সভাপতি শফিউল হক মিঠু, পৌর কাউন্সিলর সাদ্উল্লাহ লিটন, জেলা উদীচী সাধারণ সম্পাদক খালিদ আবু, সাবেক পৌর কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন বাবুল, সাবেক পৌর কাউন্সিলর হুমায়ুন কবির, শিশু শিক্ষার্থী রাজত্ব।
এ সময় বক্তারা বলেন, গত কয়েক সপ্তাহ যাবত পিরোজপুরে বিদ্যুৎ সরবরাহে অনিয়ম ও খামখেয়ালীপনায় চরম বিদ্যুৎ বিপর্যয় ঘটছে। এতে জনজীবনে অসহনীয় দুর্ভোগ নেমে এসেছে। তাই রোজা শুরু হবার আগেই অতিদ্রুত পিরোজপুরে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবী জানান। বক্তারা এ সময় দ্রুত এ সমস্যার সমাধান না করা হলে বিদ্যুৎ বিভাগের বিরুদ্ধে কঠিন লাগাতার কর্মসূচি দেয়ার ঘোষণা দেন।

Leave a Reply

x

Check Also

লাইটার জাহাজের ধাক্কায় চরখালী ফেরিঘাটের গ্যাংওয়ে বিধ্বস্ত 🔴 যানবাহন চলাচল বন্ধ

বিশেষ প্রতিনিধি : পিরোজপুরের ভাণ্ডারিয়ার কঁচা নদীর চরখালী-টগরা ফেরিঘাটের চরখালী ঘাটে একটি জাহাজের ধাক্কায় ফেরির ...