ব্রেকিং নিউজ
Home - এক্সক্লুসিভ - বামনায় নিরবিচ্ছিন্ন বিদ্যুত সরবরাহের দাবিতে মানববন্ধন ও সমাবেশ

বামনায় নিরবিচ্ছিন্ন বিদ্যুত সরবরাহের দাবিতে মানববন্ধন ও সমাবেশ

বামনা(বরগুনা) প্রতিনিধি >>
বরগুনার বামনায় গত কয়েক সপ্তাহ থেকে ভয়াবহ মাত্রায় বিদ্যুত বিভ্রাট বন্ধ ও নিরবিচ্ছিন্ন বিদ্যুত সরবরাহের দাবিতে আজ মঙ্গলবার সকালে বামনা সারওয়ারজান মডেল স্কুল এন্ড কলেজের সামনে বামনা প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ঘন্টা ব্যাপী মানববন্ধনে ভূক্তভোগি এলাকাবাসি অংশ নেন।
বামনা প্রেসক্লাবের সভাপতি ওবায়দুল কবীর আকন্দ দুলালের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন, সারওয়ারজান মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ পরিমল চন্দ্র কর্মকার, জাতীয় পার্টি বামনা উপজেলা শাখার সভাপতি মোঃ ফারুক আহম্মেদ আকন, বামনা প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো. নাসির মোল্লা, বাংলাদেশ হিন্দু বৈদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ বামনা উপজেলা শাখার সভাপতি কৃষ্ণ কান্ত কর্মকার, বাংলাদেশ আওয়ামী যুবলীগ বামনা উপজেলা শাখার সভাপতি সাইফুল ইসলাম সরোয়ার, জাতীয় যুবসংহতির আহবায়ক মিজানুর রহমান হারিছ মোল্লা,বাংলাদেশ ছাত্রলীগ বামনা উপজেলা শাখার আহবায়ক আলামিন হোসেন জনি সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
সভায় বক্তারা ভয়াবহ বিদ্যুত বিভ্রাট অচিরেই বন্ধ করে নিরবিচ্ছিন্ন বিদ্যুত সরবরাহের দাবি জানান।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...