ব্রেকিং নিউজ
Home - এক্সক্লুসিভ - পিরোজপুরে ‘জনগল্প-৭১’ এর প্রকাশনার প্রচার বিষয়ক মতবিনিময়

পিরোজপুরে ‘জনগল্প-৭১’ এর প্রকাশনার প্রচার বিষয়ক মতবিনিময়

পিরোজপুর প্রতিনিধি >>
পিরোজপুরে ‘জনগল্প ৭১’ নামের সংগঠনের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে শহরের বিশ্ববিদ্যালয় প্রাক্তন ছাত্র সংসদ কার্যালয়ে একাত্তরের মুক্তিযুদ্ধ চলাকালে সাধারণ মানুষের বাস্তব অভিজ্ঞতা, অনুভূতি বর্তমান প্রজণ¥কে জানাতে ‘জনগল্প ৭১’ নামে এই কর্মসুচীর বাস্তবায়নের উদ্দেশ্যে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় কর্মসুচীর উদ্দেশ্য নিয়ে বক্তব্য রাখেন, সংগঠনের উদ্যোক্তা সাবেক যুগ্মসচিব ম. আ. কাশেম মাসুদ, বিটিভির সাবেক উপ-মহাপরিচালক ফরিদুর রহমান, মুক্তিযুদ্ধ গবেষক নিশাত জাহান রানা ও জাতীয় সংসদের পরিচালক (গণ সংযোগ) লাবণ্য আহমেদ।

এ সময় উদ্যোক্তরা বলেন, একাত্তরের মুক্তিযুদ্ধের সময় সাধারণ মানুষের (যাদের বয়স বর্তমানে পঞ্চাশের উপর) প্রত্যক্ষ অভিজ্ঞতা লিপিবদ্ধকরে বর্তমান প্রজন্মের কাছে প্রকাশনার মাধ্যমে তুলেধরার জন্য অত্যন্ত গুরুত্বপুর্ণ ভুমিকা রাখবে এবং এ প্রজন্মকে যুদ্ধবিরোধী চেতনা তৈরীতে সহায়তা করবে।
স্থানীয়ভাবে আলোচনায় অংশ নেন মুক্তিযোদ্ধা ও সাংবাদিক গৌতম চৌধুরী, মুক্তিযোদ্ধা ও সাংস্কৃতিক কর্মী শামসুদ্দোহা মিলন, নারী নেত্রী মনিকা মন্ডল, কবি ও লেখক খায়রুন নাহার রুবী, ৭১এর গণহত্যার প্রত্যক্ষ দর্শী রতন কুমার দাস, সিকদার চান প্রমুখ।
স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহনে মুক্তিযুদ্ধের উপর আলোচিত বিভিন্ন ধারনা নিতে সভায় অংশগ্রহন করেন, বিশিষ্ট মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট সামছুল হক খান, সাবেক প্রধান শিক্ষক সালেহ উদ্দিন সেলিম, সাংবাদিক মুনিরুজ্জামান নাসিম আলী, প্রকৌশলী রফিকুল ইসলাম ফিরোজ, সাংস্কৃতিক কর্মী খালিদ আবু, নারী নেত্রী খালেদা আক্তার হেনা প্রমুখ।
সভায় সংগঠনের পক্ষথেকে মুক্তিযুদ্ধ কালের স্মৃতিকথা ও অভিজ্ঞতা নিয়ে প্রকাশনা ‘জনগল্প ৭১’ এর জন্য লেখা আহ্বান করা হয়।

Leave a Reply

x

Check Also

লাইটার জাহাজের ধাক্কায় চরখালী ফেরিঘাটের গ্যাংওয়ে বিধ্বস্ত 🔴 যানবাহন চলাচল বন্ধ

বিশেষ প্রতিনিধি : পিরোজপুরের ভাণ্ডারিয়ার কঁচা নদীর চরখালী-টগরা ফেরিঘাটের চরখালী ঘাটে একটি জাহাজের ধাক্কায় ফেরির ...