ব্রেকিং নিউজ
Home - এক্সক্লুসিভ - সুস্থ সুন্দর জীবনে দুই চাকা

সুস্থ সুন্দর জীবনে দুই চাকা

তথ্য প্রযুক্তির এই যুগে মানুষ প্রায় সব সমস্যার সমাধান পেয়ে যাচ্ছে ঘরে বসে মুঠোফোনের মাধ্যমে। কিশোর তরুণ দিনের অধিকাংশ সময় নষ্ট করছে ভার্চুয়াল জগতে। অনেকে ইন্টারনেটকে বেছে নিয়েছে উপার্জনের মাধ্যম হিসেবে অনেকে আবার প্রতিভা বিকাশের প্লাটফর্ম। তবে উদ্দেশ্য যাই হোক আমাদের জীবন ব্যবস্থা ঘিরে রয়েছে স্মার্টফোন আর কম্পিউটারের ডিসপ্লেতে। দীর্ঘ সময় ধরে ডিসপ্লেতে তাকিয়ে থাকার কারনে অল্প বয়সেই বিভিন্ন ধরনের চোখের সমস্যায় ভুগছে আমাদের বর্তমান প্রজন্ম। এছাড়া যানবাহন ব্যবস্থার উন্নতি ও সহজলভ্যতার কারনে মানুষ হাঁটার বদলে স্বল্প দূরত্ব পাড়ি দিচ্ছে মোটরযানে। আগেকার কিশোর ছেলেরা যে বয়সে খেলাধুলা নিয়ে ব্যস্ত থাকত তারা সে বয়সে এখন মোটরসাইকেল ঘোরাঘুরি করতে আভিজাত্য বোধ করে।
জীবন ব্যবস্থা এত সব পরিবর্তন এর ফলে মানুষের অলসতা বাড়ছে এবং দিন দিন মোটা হয়ে যাচ্ছে। পরিশ্রম না করার ফলে অনেক কম বয়সে ডায়াবেটিস রোগে আক্রান্ত হচ্ছে, অনেকের বিকল হচ্ছে কিডনি। এছাড়া অলসতার ফলে মানুষ আক্রান্ত হচ্ছে হৃদরোগ এবং ক্যন্সারের মত জটিল রোগে। তবে এসব সমস্যার সমাধান হতে পারে সাইক্লিং ( সাইকেল চালানো)। সাইক্লিং হাটা এবং সাতার কাটার মত উতকৃষ্ট ব্যয়াম। সাইক্লিং করলে ক্যন্সারের ঝুঁকি কমবে এবং পাওয়া যাবে হৃদরোগ থেকে মুক্তি। যুক্তরাজ্যে ইউনিভার্সিটি অব গ্লাসগোর এক গবেষনায় দেখা গেছে যে যারা নিয়মিত সাইকেল চালায় তাদের ক্যন্সার ও হৃদরোগের ঝুকি অর্ধেকে নেমে আসে। সপ্তাহে ৩৫ কিলোমিটার সাইকেল চালালে হৃদরোগের সম্ভাবনা কমে যায় ৫০ শতাংশেরও বেশী। ডায়াবেটিস কমাতে সাইক্লিং ব্যপকভাবে সাহায্য করে। যাদের মেলাইটিস আছে তারা নিয়মিত সাইক্লিং করলে সুগার নিয়ন্ত্রনে থাকে। শরীর ফিট রাখতে সাইক্লিং ভুমিকা অনন্য। সাইকেল চালালে কালোরী খরচ বৃদ্ধি পায় ফলে ওজন কমতে সাহায্য করে। সাইক্লিং এর আরও উপকারীতা আছে। ১) দৃষ্টিশক্তি ভালো রাখে ২) স্ট্রোকের ঝুকি কমায় ৩) মাংসপেশি গঠনে সাহয্য করে ৪) শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। ৫) আয়ুস্কাল বৃদ্ধি করে ৬) হাইপারটেনশনের রোগীদের রক্তচাপ নিয়ন্ত্রনে থাকে। ৭) ঘামের মাধ্যমে ত্বক ভালো রাখে ৮) পরিবেশ বান্ধব বাহন ৯) অর্থ ও সময় বাচায় ১০) মন ভালো রাখে ঢাকায় যানজট এবং সাইকেলের সুবিধার কথা চিন্তা করে অনেকেই ব্যক্তিগত গাড়ি থাকা সত্বেও সাইকেলকে বেছে নিচ্ছে পছন্দের বাহন হিসেবে। এছাড়া ওজনে হালকা এবং ছোট হওয়ায় চালিয়ে অথবা হাতে তুলে নিয়ে ফুটপাথ দিয়ে যানজট পার হওয়া যায় খুব সহজেই। এটাকে অনেকে আবার দেখছেন দৈনন্দিন কাজের ফাঁকে ব্যয়ামের মাধ্যম হিসেবে। সাইকেলপ্রেমিদের নিয়ে গড়ে উঠেছে বিভিন্ন সাইক্লিং গ্রুপ যাদের মদ্ধে বিডিসাইক্লিস্টস সব চেয়ে বড়। গত বছরের ১৬ই ডিসেম্বর তারা ১১৮৬ জন সাইক্লিস্ট নিয়ে “Longest single line of bicycles (moving)” রেকর্ড করে গিনেজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস এ বাংলাদেশের নাম বিশ্ব দরবারে উজ্জ্বল করেছেন। ভালবাসা থেকেই নিয়াজ মোর্শেদ সাইকেল নিয়ে পাড়ি দেন পৃথিবীর সর্বোচ্চ মোটরেবল রাস্তা খারদুংলা পাস।
মঠবাড়িয়ার কিশোর তরুনদের শারীরিকভাবে সুস্থ রাখা, সামাজিক সচেতনতা সৃষ্টি, মাদকমুক্ত দেশ গঠন এবং মঠবাড়িয়ার মুক্তিযুদ্ধ, ইতিহাস এবং ঐতিহ্য সম্পর্কে ধারনা দান সহ নানাবিধ উদ্দেশ্য নিয়ে যাত্রা শুরু করে “মঠবাড়িয়া সাইক্লিস্টস” গ্রুপ। আমরা এরই মধ্যে বিজয় রাইড, উইন্টার রাইড, স্বাধীনতা রাইড, গণসম্মতি রাইড ( মহড়া) এবং আমাদের শিক্ষামুলক রাইড “সুর্য্যমনি বদ্দভুমি রাইড” সম্পন্ন করেছি। খুব শীঘ্রই আরো একটি শিক্ষামুলক রাইড আয়োজন করতে যাচ্ছি। আমাদের ইচ্ছে মঠবাড়িয়ার মুক্তিযুদ্ধ, ইতিহাস এবং ঐতিহ্য সম্পর্কে বর্তমান প্রজন্মকে সরাসরি জ্ঞান অর্জনে সহযোগীতা করা। তাই সুস্থ সুন্দর জীবন গড়তে সমাজের সকল বয়সের মানুষদের আমাদের সঙ্গে আসার জন্য আমন্ত্রন জানাচ্ছি। পেইজ লিংক : https://web.facebook.com/groups/242773396197787/?multi_permalinks=262025807605879%2C261338614341265&notif_t=group_activity&notif_id=1495170554585753
লেখকঃ প্রিন্স মাহমুদ, প্রধান সঞ্চালক, মঠবাড়িয়া সাইক্লিস্টস

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...