ব্রেকিং নিউজ
Home - এক্সক্লুসিভ - বামনা-বদনীখালীর বিষখালী নদীতে ফেরী সার্ভিস চালুর দাবিতে বদনীখালীতে মিছিল ও সমাবেশ

বামনা-বদনীখালীর বিষখালী নদীতে ফেরী সার্ভিস চালুর দাবিতে বদনীখালীতে মিছিল ও সমাবেশ

বামনা(বরগুনা) প্রতিনিধি >>
বরগুনার বামনা-বদনীখালীর বিষখালী নদীতে ফেরী সার্ভিস চালুর দাবীতে বদণীখালীতে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বামনা-বদনীখালী ফেরী চাই সংগ্রাম পরিষদের উদ্যোগে গতকাল শুক্রবার সন্ধ্যায় বদনীখালী মধ্যবাজার থেকে একটি মিছিল বের করা হয়। মিছিলটি বাজারের গুরুত্বপূর্ন সড়ক গুলো প্রদক্ষিন শেষে খেয়াঘাটে সমাবেশ অনষ্ঠিত হয়।
বামনা প্রেসক্লাব সভাপতি ও বামনা-বদনীখালী ফেরী চাই সংগ্রাম পরিষদের আহবায়ক ওবায়দুল কবির আকন্দ দুলাল এর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন, বেতাগী উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আবদুস সোবাহান, বেতাগীর বুড়ামজুমদার ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আলতাফ হোসেন হাওলাদার, সহ সভাপতি মোঃ মঈনুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. ইউনুস আলী ইলিয়াস, সাংগঠনিক সম্পাদক বিপ্লব কুমার হাওলাদার, প্রচার সম্পাদক স্বপন কুমার রায়, বুড়ামজুমদার ইউনিয়ন যুবলীগ সভাপতি নাসির উদ্দিন, সাংবাদিক দেবদাস মজুমদার, বামনা প্রেসক্লাব সাধারণ সম্পাদক নাসির মোল্লা, মনোতোষ হাওলাদার সহ বামনা-বদনীখালীর বিভিন্ন নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা বলেন, বামনা বদনীখালীর বিষখালী নদীতে ফেরী না থাকায় যোগাযোগ বিচ্ছীন্ন এ জনপদের মানুষ যুগযুগ ধরে চরম দুর্ভোগ পেহাচ্ছে। তাই জন সার্থে অবিলম্বে বামনা বদনীখালীর বিষখালী পয়েন্টে ফেরী সার্ভিস চালু করার অত্যান্ত জরুরী।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...