ব্রেকিং নিউজ
Home - এক্সক্লুসিভ - বাংলাদেশ অবশ্যই জাতির পিতার সোনার বাংলায় রূপ নিবে – বিভাগীয় কমিশনার মো. শহিদুজ্জামান

বাংলাদেশ অবশ্যই জাতির পিতার সোনার বাংলায় রূপ নিবে – বিভাগীয় কমিশনার মো. শহিদুজ্জামান

পিরোজপুর প্রতিনিধি >>
বরিশালের নবাগত বিভাগীয় কমিশনার মো. শহিদুজ্জামান বলেছেন, জেলার সকল কর্মকর্তাদের কাজের পরিধি আরো সুবিস্তৃত করে কাঙ্খিত সেবা জনগণের কাছে পৌঁছে দিতে পারলে বাংলাদেশ অবশ্যই জাতির পিতার সোনার বাংলায় রূপ নেবে।
বিভাগীয় কমিশনার বুধবার দুপুরে পিরোজপুর জেলা প্রশাসকের সভাকক্ষে অনুষ্ঠিত জেলা পর্যায়ের সকল কর্মকর্তা, মসজিদের ইমাম, কাজী, জনপ্রতিনিধি, সাংবাদিক এবং সুধিজনের সমন্বয়ে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
তিনি বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি অকুণ্ঠ সমর্থন ও কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, দেশ আজ স্বাধীন হয়েছে বলেই আমারা এই চেয়ারে বসতে পেরেছি। মুক্তিযোদ্ধারা জাতির সর্বকালের সর্বশ্রেষ্ঠ সন্তান। তাঁদের অবদান অবশ্যই শ্রদ্ধাভরে জাতিকে স্মরণ করতে হবে, তারা যেনো কাঙ্খিত সেবা পান সেদিকে লক্ষ্য রাখতে হবে সকলকে।
বিভাগীয় কমিশনার মো. শহিদুজ্জামান জেলার আইন শৃংখলা পরিস্থিতির উন্নতি, জেলার সকল কর্মকর্তাদের আন্তরিকভাবে কাজ করা, নারী উন্নয়ন ও বাল্যবিয়ে প্রতিরোধে মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মতৎপরতা এবং জেলা ক্রীড়া সংস্থার বিভিন্ন সাফল্যে পদক অর্জন ও খেলাধুলার আয়োজনে ভূয়সী প্রশংসা করেন।
পিরোজপুর জেলা প্রশাসক মো. খায়রুল আলম সেখের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য দেন, পিরোজপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী মো. ইসমাইল হোসেন, পুলিশ সুপার মো.ওয়ালিদ হোসেন, সিভিল সার্জন ডা. মো. ফকরুল আলম, রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) ও জেলা আইনজীবী সমিতির সভাপতি খান মো. আলাউদ্দিন, কাউখালী উপজেলা চেয়ারম্যান এস.এম আহসান কবির, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সমির কুমার দাশ বাচ্চু, সাবেক কমান্ডার গৌতম রায় চৌধুরী, সমাজ সেবা অধিদপ্তরের উপ পরিচালক আল-মামুন তালুকদার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক মো. আবুল হোসেন, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সালমা জাহান, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল লতিফ মজুমদার, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. গোলাম মাওলা নকীব, জেলা স্কাউটের সম্পাদক রমেশ হালদার, বিয়ে রেজিস্টার মাওলানা গিয়াস উদ্দিন নাসির প্রমুখ।

মতবিনিময় সভা শেষে নবাগত নবাগত বিভাগীয় কমিশনার মো. শহিদুজ্জামানকে পিরোজপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি শুভেচ্ছা ক্রেস্ট উপহার দেয়া হয়।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...