ব্রেকিং নিউজ
Home - এক্সক্লুসিভ - পিরোজপুরে বিশ্ব মা দিবস পালিত

পিরোজপুরে বিশ্ব মা দিবস পালিত

পিরোজপুর প্রতিনিধি >>
বিশ্ব মা দিবস উপলক্ষে পিরোজপুরে মা সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে জেলা প্রশাসন ও জেলা মহিলা অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলনের কক্ষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সালমা জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক মো: খায়রুল আলম সেখ বলেন, বিশ্বে শিশুর জন্য সৃষ্টিকর্তার প্রথম উপহার হলো মা ও বাবা। শিশুর সর্বাঙ্গীণ মঙ্গলকামী হলেন মা। কুসন্তানের দৃষ্টান্ত থাকলেও কুমাতা কখনো দেখা যায় না। আজ বিশ্ব মা দিবস। মায়ের প্রতি শ্রদ্ধা নিবেদনের দিন। আমাদের দেশে মা দিবসের প্রচলন গত কয়েক বছরে। যদিও আমাদের ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্য অনুযায়ী মাকে সর্বোচ্চ সম্মান দেয়া হয়েছে। কথিত আছে ‘মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশ্ত’, ‘জননী স্বর্গের চেয়েও গরীয়সী’ বলা হয়েছে যুগ-যুগ ধরে। তিনি আরও বলেন, একমাত্র মাকেই সব কাজে বিশ্বাস করা যায় এবং সে জন্য মাকেই তার সন্তানের প্রতি বেশি বেশি নজর রাখতে হবে যাতে সন্তান বিপথে না যায়। তিনি বলেন আগামী দিনে যারা পুত্র বধু হবেন নিজের মায়ের মতো শ্বশুর শাশুরিকে সন্মান করতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার আহম্মদ মঈনুল ইসলাম, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল হাকিম হাওলাদার, প্যানেল মেয়র মিনারা বেগম। এছাড়াও মায়ের প্রতি শ্রদ্ধা নিবেদন করে বক্তব্য রাখেন, যুব উন্নয়নের উপ-পরিচালক আবিদ শাহ্, জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহিদা বারেক, পিরোজপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি এ কে আজাদ, সাংবাদিক খালিদ আবু, জি হায়দার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসরিন সুলতানা মনি, শিক্ষক মৌমিতা সরকার, উন্নয়নকর্মী শাহানাজ পারভীন শানু, হোসনেয়ারা বেগম, কলেজ ছাত্রী নুসরাত জাহান।

Leave a Reply

x

Check Also

লাইটার জাহাজের ধাক্কায় চরখালী ফেরিঘাটের গ্যাংওয়ে বিধ্বস্ত 🔴 যানবাহন চলাচল বন্ধ

বিশেষ প্রতিনিধি : পিরোজপুরের ভাণ্ডারিয়ার কঁচা নদীর চরখালী-টগরা ফেরিঘাটের চরখালী ঘাটে একটি জাহাজের ধাক্কায় ফেরির ...