ব্রেকিং নিউজ
Home - এক্সক্লুসিভ - মঠবাড়িয়া সাইক্লিস্ট গ্রুপের সদস্যদের সূর্যমণি বধ্যভূমি যাত্রা

মঠবাড়িয়া সাইক্লিস্ট গ্রুপের সদস্যদের সূর্যমণি বধ্যভূমি যাত্রা

মেহেদী হাসান >>

পিরেোজপুরের মঠবাড়িয়া সাইকেলিষ্ট গ্রুপের সদস্যরা সাইকলে শোভাযাত্রা করে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত সুর্য্যমনি বধ্যভূমি পরিদর্শন করেছেন। আজ শুক্রবার সংগঠনের সদস্যরা শিক্ষামুলক রাইড “সুর্যমনি বদ্ধভুমি রাইড” এ অংশগ্রহণ করে।

শুক্রবার সকাল আটটায় শের-ই-বাংলা পাঠাগার থেকে তারা যাত্রা শুরু করেন।।কার্যসূচী অনুযায়ী প্রথমে শহীদদের প্রতি সম্মান প্রদর্শন, সাইক্লিস্টদের কাছে সুর্য্যমনি বধ্যভূমির সঠিক ইতিহাস নিয়ে নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। এসময় সদস্যরা বধ্যভূমির আশপাশ পরিচ্চন্নতার অভিযানে অংশ নেন। এসময় বধ্যভূমিতে দুটি আম গাছ চারা রোপন করা হয়।

। সাইকেলিস্ট গ্রুপের সঞ্চালক মাসুম বিল্লাহ বলেন, আমাদের উদ্দেশ্য এই পরিবেশবাদী আয়োজনের মাধ্যমে সবাইকে সচেতন করা। আজকের রাইড তারই অংশ মাত্র।

সাইকেলিস্ট গ্রুপের প্রধান সঞ্চালক প্রিন্স মাহমুদ বলেন, মঠবাড়িয়ার ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরার জন্য আমরা মঠবাড়িয়া সাইকেলিস্ট গ্রুপের সদস্যদের নিয়ে ঐতিহাসিক স্থান গুলো ভ্রমণ করব এবং এর অংশ হিসেবে আমাদের এই “সুর্য্যমনি বধ্যভূমি রাইড।” পরিবেশ বান্ধব বাহন সাইকেল ব্যবহারে সবাইকে আগ্রহী করতে আমরা ধারাবাহিক ভাবে আমাদের প্রচেষ্টা অব্যহত থাকবে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...