ব্রেকিং নিউজ
Home - এক্সক্লুসিভ - কাউখালীতে বাল্য বিবাহ প্রতিরোধে উঠান বৈঠক

কাউখালীতে বাল্য বিবাহ প্রতিরোধে উঠান বৈঠক

কাউখালী প্রতিনিধি >

পিরোজপুরের কাউখালীতে বাল্য বিবাহ প্রতিরোধে জনসচেনতা সৃষ্টির লক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার স্থানীয় দাসেরকাঠী পল্লী সমাজ মহিলা সমিতির উদ্যোগে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
উপজেলার দাসেরকাঠী গ্রামের কৃষক আবু মোল্লার বাড়িতে অনুষ্ঠিত এ বৈঠকে বাল্য বিবাহ প্রতিরোধ, নারী নির্যাতন বন্ধ, যৌতুক, যৌন হয়রানী সংক্রান্ত গণসচেতনতা বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পল্লী সমাজ মহিলা সমিতির সভাপতি শাহিনুর বেগমের সভাপতিত্বে বৈঠকে বক্তব্য দেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহিনুর বেগম, কেউন্দিয়া মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী তাহমিনা আক্তার, পল্লী সমাজ সমিতির সাধারণ সম্পাদক নিলুফা ইয়াসমিন, কাউখালী উন্নয়ন পরিষদের সভাপতি আবদুল লতিফ খসরু, নারী ইউপি সদস্য ঝর্ণা রানী দাস।
শেষে শিক্ষার্থী সাহসী তাহমিনা আক্তার বাল্য বিবাহ প্রতিরোধ, নারী নির্যাতন বন্ধ, যৌতুক, যৌন হয়রানী বন্ধে শপথ বাক্য পাঠ করান । এসময় বাল্যবিবাহকে না বলি লাল কার্ড ও সচেতনতা মূলক হ্যান্ড বিল বিতরণ করা হয়।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...