ব্রেকিং নিউজ
Home - এক্সক্লুসিভ - কাউখালীতে সন্ধ্যা নদীর ভাঙনের তীব্রতা বৃদ্ধি : স্থাপনা বিলীন

কাউখালীতে সন্ধ্যা নদীর ভাঙনের তীব্রতা বৃদ্ধি : স্থাপনা বিলীন

কাউখালী প্রতিনিধি >>
পিরোজপুরের কাউখালীতে সন্ধ্যা নদীর ভাঙনের তীব্রতা বৃদ্ধি পাচ্ছে। রবিবার রাতে চার নম্বর চিরাপাড়া পারসাতুরিয়া ইউনিয়নের সুবিদপুরের বাদামতলা নামক স্থানে ভাঙনের তীব্রতা দেখা দিয়েছে। রবিবার রাতে একটি জামে মসজিদের বেশিরভাগ অংশসহ বেশ কয়েকটি দোকান বিলীন হয়েছে।

উপজেলার সুবিদপুর গ্রামের বাসিন্দা নুরুল ইসলাম বলেন, গত ২০ বছরে সন্ধ্যার করাল গ্রাসে সুবিদপুরের কয়েকশ বাড়ি, ফসলি জমি নদীতে বিলীন হয়ে গেছে। জরুরী ভিত্তিতে নদী শাসনের উদ্যোগ না নিলে বাড়ি-ঘর রক্ষা করা যাবে না। ক্ষতিগ্রস্তরা জানান, চলতি বছর ভাঙনের তীব্রতা ক্রমশ বৃদ্ধি পেয়েছে। ভাঙনের ফলে স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ীদের এখন পথে বসার অবস্থা। একটি জামে মসজিদের বেশিরভাগ অংশসহ বেশ কয়েকটি দোকান বিলীন হওয়ার খবর পেয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম আহসনা কবীর ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেছেন।
চিরাপাড়া পারসাতুরিয়া ইউপি চেয়ারম্যান মাহামুদ খান খোকন বলেন,স্বাধীনতার পর থেকে ভাঙন রোধে কার্যকর কোন ব্যবস্থা নেওয়া হয়নি। অনেকদিন ধরে কঁচা ও সন্ধ্যা নদী ভাঙছে। প্রতিদিন এ জনপদের জমি, স্থাপনা ও বৃক্ষরাজি সন্ধ্যার করাল গ্রাসে চলে যাচ্ছে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...