ব্রেকিং নিউজ
Home - এক্সক্লুসিভ - পিরোজপুরে জলবায়ু অর্থায়নে শিল্পোন্নত দেশের প্রতিশ্রুত ক্ষতিপুরণ দাবিতে মানববন্ধন

পিরোজপুরে জলবায়ু অর্থায়নে শিল্পোন্নত দেশের প্রতিশ্রুত ক্ষতিপুরণ দাবিতে মানববন্ধন

পিরোজপুর প্রতিনিধি >>
পিরোজপুরে জলবায়ু অর্থায়নে শিল্পোন্নত দেশের প্রতিশ্রুত ক্ষতিপুরন প্রদানের অঙ্গিকার বাস্তবায়নের দাবীতে মানববন্ধন পালিত হয়েছে। আজ রবিবার সকালে শহরের গোপালকৃষ্ণ টাউনক্লাব সড়কে এ মানববন্ধনের আয়োজন করে টিআইবি পরিচালিত সচেতন নাগরিক কমিটি সনাক।
মানববন্ধনে বক্তারা বলেন, ২০১৫ সালের প্যারিসে অনুষ্ঠিত কনভেনশনের চুক্তি অনুযায়ী শিল্পোন্নত দেশগুলোর অধিক মাত্রার কার্বণ নিঃসরন ও বৈশ্বিক উষ্ণতা জনিত কারনে ক্ষতিগ্রস্থ এবং ঝুঁকির সম্মুখিন দেশসমুহকে ক্ষতিপুরন বাবদ প্রতিশ্রুত জলবায়ু অর্থ প্রদানে গড়িমসি করছে। তারা বলেন,সম্প্রতি সর্বোচ্চ দুষণকারী দেশ যুক্তরাষ্টের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রতিশ্রুত জলবায়ু অর্থায়ন প্রশ্নে বেশ কিছু প্রশ্নবিদ্ধ পদক্ষেপ গ্রহন করায় প্যারিস চুক্তির ভবিষ্যত বিষয়ে আমাদের মত সল্পোন্নত দেশসমুহের উদ্বেগ আরো বৃদ্ধি পেয়েছে। বক্তারা অবিলম্বে যুক্তরাষ্ট্রসহ শিল্পোন্নত দেশ কর্তৃক প্রতিশ্রুত ক্ষতিপুরণ প্রদান করে অঙ্গিকার পুরণের পাশাপাশি সবুজ জলবায়ু তহবিল হতে তহবিল সংগ্রহ এবং তা ব্যবহারে স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিতকরণের আহবান জানান।
মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন, সনাক জেলা সভাপতি অ্যাডভোকেট এম এ মান্নান, সনাক সদস্য অধ্যক্ষ মো. রুহুল আমিন, জেলা দুপ্রকের সাধারণ সম্পাদক সাংবাদিক মনিরুজ্জামান নাসিম, গনউন্নয়ন সমিতির নির্বাহী পরিচালক জিয়াউল আহসান, মহিলা পরিষদ জেরা শাখার সাংগঠনিক সম্পাদক খালেদা আক্তার হেনা, সুপ্র জেলা কমিটির সাধারণ সম্পাদক মইনুল আহসান মুন্না ও জেরা উদীচীর সাধারণ সম্পাদক সাংবাদিক খালিদ আবু প্রমুখ।
মানববন্ধনে বিভিন্ন বেসরকারী উন্নয়ন সংস্থার প্রতিনিধি, সনাক, স্বজন ও ইয়েস ও ইয়েস ফ্রেন্ডস সদস্যসহ সাধারন মানুষ

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...