ব্রেকিং নিউজ
Home - এক্সক্লুসিভ - শেরেবাংলা এ কে ফজলুল হকের মৃত্যুবার্ষিকী আজ

শেরেবাংলা এ কে ফজলুল হকের মৃত্যুবার্ষিকী আজ

আজকের মঠবাড়িয়া অনলাইন ডেস্ক >>

জাতীয় নেতা শেরেবাংলা আবুল কাশেম (এ কে) ফজলুল হকের ৫৫তম মৃত্যুবার্ষিকী আজ বৃহস্পতিবার।

১৮৭৩ সালে ২৬ অক্টোবর ঝালকাঠিতে জন্মগ্রহণ করেন শেরেবাংলা এ কে ফজলুল হক। তিনি কলকাতার মেয়র (১৯৩৫), অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী (১৯৩৭-১৯৪৩), পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী (১৯৫৪), পূর্ব বাংলার গভর্নরের (১৯৫৬-১৯৫৮) পদসহ বহু গুরুত্বপূর্ণ রাজনৈতিক পদে অধিষ্ঠিত ছিলেন। যুক্তফ্রন্ট গঠনে প্রধান নেতাদের মধ্যে তিনি ছিলেন অন্যতম। ১৯৬২ সালের ২৭ এপ্রিল মৃত্যুবরণ করেন তিনি।

দিনটি যথাযথভাবে পালন উপলক্ষে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে মরহুমের মাজারে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতের কর্মসূচি অনুষ্ঠিত হবে।

ঝালকাঠির রাজাপুর উপজেলার সাতুরিয়া গ্রামে শেরেবাংলার জন্মস্থানে সকাল ১০টায় আলোচনাসভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে শেরেবাংলা এ কে ফজলুল হক রিসার্চ ইনস্টিটিউট। সাতুরিয়া ইঞ্জিনিয়ার এ কে এম রেজাউল করিম কারিগরি স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ আলোচনাসভা অনুষ্ঠিত হবে।

 

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...