ব্রেকিং নিউজ
Home - এক্সক্লুসিভ - রেনেসাঁস মঠবাড়িয়া ও শের-ই-বাংলা পাঠাগারের আয়োজনে হাতেম আলী বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে জাতীয় সঙ্গীত শুদ্ধ লেখা প্রতিযোগিতা

রেনেসাঁস মঠবাড়িয়া ও শের-ই-বাংলা পাঠাগারের আয়োজনে হাতেম আলী বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে জাতীয় সঙ্গীত শুদ্ধ লেখা প্রতিযোগিতা

মেহেদী হাসান >>

সামাজিক সংগঠন রেনেসাঁস মঠবাড়িয়ার উদ্যোগে ও শের-ই-বাংলা পাঠাগারের আয়োজনে “শুদ্ধ শিখি, শুদ্ধ লিখি-জাতীয় সংগীত” কার্যক্রমের শুদ্ধ জাতীয় সংগীত লেখার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে । আজ বুধবার ঐতিহ্যবাহী স্কুল হাতেম আলী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রায় ছয় শতাধিক শিক্ষার্থী এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

কার্যক্রমের শুরুতে রেনেসাঁস মঠবাড়িয়ার ১৩ সদস্যের একটি স্বেচ্ছাসেবী পরীক্ষক দল জাতীয় সংগীতে শুদ্ধ লেখা সঞ্চালনা করেন। এছাড়া মঠবাড়িয়ার ইতিহাসে সর্ব বৃহৎ সিগনেচার ক্যানভাসে স্কুলের শিক্ষার্থী, শিক্ষক ও স্কুল পরিচালনা কমিটির সদস্যদের সাক্ষর গ্রহণ অনুষ্ঠিত হয়।

শেষে রেনেসাঁস মঠবাড়িয়ার উদ্যোগে বিদ্যালয়ের পাঠাগারে বই উপহার দেয়া হয় এবং বিদ্যালয় প্রাঙ্গনে একটি কৃষ্ণচূড়া ও একটি শিমুল গাছের চারা রোপণ করার সিদ্ধান্ত নেয়া হয়।

এ বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক জনাব রুহুল আমিন বলেন, রেনেসাঁস মঠবাড়িয়ার এই মহতী উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। শুদ্ধ জাতীয় সংগীত লেখার এ আয়োজন অবশ্যই দেশ প্রেম প্রকাশ করে। আমি এই আয়োজনকে স্বাগত জানাই।

রেনেসাঁস মঠবাড়িয়ার অন্যতম সমন্বয়ক দশম বি.জে.এস পরীক্ষায় সুপারিশ প্রাপ্ত সহকারী জজ সাব্বির মো. খালিদ জানান, রেনেসাঁস মঠবাড়িয়া মনে করে এ দেশের অক্ষর জ্ঞান সম্পন্ন প্রতিটি মানুষেরই জাতীয় সঙ্গীত শুদ্ধভাবে লিখতে পারা উচিৎ। শের-ই- বাংলা পাঠাগারের আয়োজনে এই শুভ উদ্যোগটি আমরা দেশব্যাপী ছড়িয়ে দিতে চাই। অল্পকিছুদিনের মধ্যেই পিরোজপুর জেলার বিদ্যালয় ও মাদ্রাসাগুলোতে শুদ্ধভাবে জাতীয় সঙ্গীত লেখার এ কার্যক্রম শেষ করে অন্যান্য জেলাগুলোতেও শুরু করা হবে। একই সাথে আমরা প্রতিটি বিদ্যালয়-মাদ্রাসা প্রাঙ্গনে গাছের চারা রোপন করছি যা আমাদের পরিবেশবাদী অন্দোলনকেও এগিয়ে নিয়ে যাবে বলে মনে করি। আমাদের এই শুদ্ধ অভিযানে এই এলাকার শিক্ষকমণ্ডলীর সহযোগিতা ও পরামর্শের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। এছাড়া শিক্ষার্থীদের বাঁধভাঙা উচ্ছ্বাস চোখে পড়ার মত। আশা করি, দেশপ্রেমে উজ্জীবিত ও মুক্তিযুদ্ধের চেতানায় বিশ্বাসী প্রত্যেক সুহৃদ এর সহযোগিতায় ও স্বেচ্ছাশ্রমে আমরা এ অভিযানটি সফল করতে পারব।

অয়োজনের অন্যতম সমন্বয়ক মেহেদী হাসান(সাদা কাঁক) বলেন, দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ছড়িয়ে যাক আমাদের এই শুদ্ধতার আলো এবং আজকে আমাদের রোপিত বকুল বৃক্ষ ভাবনা ছড়িয়ে পড়ুক প্রতিটি ক্যাম্পাসে।

মঠবাড়িয়া সাইকেলিস্ট গ্রুপের সঞ্চালক প্রিন্স মাহমুদ বলেন “শুদ্ধ শিখি শুদ্ধ লিখি -জাতীয় সংগীত” প্রতিযোগীতার পাশাপাশি আজকে যে গণসম্মতি ক্যনভাসে স্বাক্ষর করা হচ্ছে সেটা নিয়ে মঠবাড়িয়া সাইকেলিস্ট গ্রুপের শতাধিক রাইডার ঈদের চতুর্থদিন মঠবাড়িয়ার সর্ববৃহৎ রাইড দেবে। তাই আমরা চাচ্ছি ঈদের আগে এই ক্যনভাস প্রস্তুত করতে।

Leave a Reply

x

Check Also

পিরোজপুর জেলা বিএনপির আহবায়ক আলমগীর হোসেন আটক

পিরোজপুর প্রতিনিধি : বিএনপির কেন্দ্রীয় নেতা ও পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক আলমগীর হোসেনকে আটক করেছে ...