ব্রেকিং নিউজ
Home - এক্সক্লুসিভ - ভান্ডারিয়ায় কালবৈশাখী ঝড়ে বৈদ্যুতিক পোল ভেঙে মঠবাড়িয়াসহ উপকূলীয় ৬ উপজেলার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

ভান্ডারিয়ায় কালবৈশাখী ঝড়ে বৈদ্যুতিক পোল ভেঙে মঠবাড়িয়াসহ উপকূলীয় ৬ উপজেলার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

দেবদাস মজুমদার >>
পিরোজপুরের ভান্ডারিয়ায় শনিবার দিবাগত গভীর রাত ও আজ রবিবার বিকালে কাল বৈশাখী ঝড়ে মঠবাড়িয়াসহ উপকূলীয় ৬টি উপজেলার বিদ্যুত বিতরণ বন্ধ হয়ে পড়েছে। এতে জনজীবনে চরম দুর্ভোগ নেমে এসছে। এদিকে শনিবার রাতের ঝড়ে ভান্ডারিয়া উপজেলার ৬টি ইউনিয়নের ঘর,গাছপালা লন্ড ভ- হয়ে গেছে। ঝড় ও প্রবল বৃষ্টিতে পানের বরজ, কলা,পেপেসহ ফসলেরও ব্যপক ক্ষতি হয়েছে। শনিবার রাতের ঝড়ে বিদ্যুতের চারটি পোল( খুঁটি) ও একটি টাওয়ার ভেঙে জেলার ছয়টি উপজেলার বিদ্যুত বিতরণ সম্পূর্ণ বন্ধ হয়ে পড়েছে। আজ রবিবার সন্ধ্যা পর্যন্ত ছয়টি উপজেলার বিদ্যুত সরবরাহ চালু করা যায়নি। ফলে উপকূলীয় ছয় উপজেলার জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।
স্থানীয়দেও সূত্রে জানাগেছে, শনিবার রাত সাড়ে দশটার দিকে হঠাৎ কালবৈশঅখী তান্ডব শুরু হয়। এ সময় বজ্রসহ তুমুল বৃষ্টিতে মানুষ দিশেহারা হয়ে পড়ে। মাত্র ১০ মি. ঝড়ের তান্ডবে সব লন্ড ভ- হয়ে যায়। উপড়ে পড়ে শত শত গাছ । এতে বেশ কয়েকটি কাচা ঘর-বাড়ি, দোকান পাট বিধ্বস্ত হয়েছে।
ধাওয়া গ্রামের দিন মজুর আ.কাদের খানের ঘরের ওপর একসঙ্গে ১৮টি গাছ উপড়ে পড়ে বসতঘরটি সম্পূর্ণ বিধ্বস্ত হয়। এসময় ঘরের নিচে চাপা পড়ে গৃহবধূ তাসলিমা বেগম ও তার ছেলে স্কুল ছাত্র দীপু আহত হয়। একই গ্রামের কামাল সরদার ও হোসেন ফরাজীর ৩টি দোকান ঘর সম্পূর্ন বিধ্বস্ত হয়েছে।
এদিকে উপজেলার রাজপাশা গ্রামে পল্লী বিদ্যুতের ৩৩ হাজার কেভি সংযোগের ৪টি বৈদ্যুতিক পোল এবং ১টি টাওয়ার প্রবল ঝড়ে ভেঙে পড়ে ৬ উপজেলা ভান্ডারিয়া (একাংশ), মঠবাড়িয়া, কাউখালী, পাথারঘাটা, বামনা,স্বরূপকাঠী (একাংশ) বিদ্যুৎ সংযোগ সম্পূর্ণ বিছিন্ন পড়ে।
এ বিষয়ে পল্লী বিদ্যুতের জিএম প্রকৌশলী গোলাম সরওয়ার জানান, পোলগুলো অতি পূরনো হওয়ায় মরিচা ধওে ফলে ঝড়ে ভেঙে পড়েছে। পোলগুলো স্থাপনের জন্য শ্রমিকসহ পল্লী বিদ্যুতের ৩২জন জনবল কাজ করছে। আগামী দুই দিনের মধ্যে বিদ্যুৎ সংযোগ চালু করা সম্ভব হতে পারে। স্থানীয়রা জানান, ধান ক্ষেতের মাঝখানে কাঁদা মাটিতে স্থাপন করা বৈদ্যুতিক পোল গুলো মরিচা ধরে অনেক আগে আংশিক ভেঙে যায়। ঝড়ের কারণে এগুলো সম্পূর্ন ভেঙে পড়ে।
ভান্ডারিয়া উপজেলা নির্বাহী শাহীন আক্তার সূমী জানান, ভান্ডারিয়া উপজেলায় ঝড়ে ব্যপক ক্ষতি হয়েছে । তাৎক্ষনিকভাবে ঝড়ে ক্ষয় ক্ষতির পরিমান নিরুপণ করা যায়নি। বিদ্যুত বিতরণ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়ায় উপকূলীয় ছয়টি উপজেলার জনজীবনে দুর্ভোগ নেমে এসেছে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...