ব্রেকিং নিউজ
Home - এক্সক্লুসিভ - পিরোজপুরে মহিলা পরিষদের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

পিরোজপুরে মহিলা পরিষদের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

পিরোজপুর প্রতিনিধি >>
“সকল শ্রেণী পেশার নারীদের যুক্ত করি, অন্তর্ভুক্ত মূলক সংগঠন গড়ে তুলি” স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ মহিলা পরিষদের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পিরোজপুরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে গোপালকৃষ্ণ টাউনক্লাব মিলনায়তনে মহিলা পরিষদ পিরোজপুর জেলা শাখার আয়োজনে এ আলোচনা সভা ও অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় জেলা মহিলা পরিষদের সভাপতি মনিকা মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সালমা জাহান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান রেজাউল করিম সিকদার মন্টু, পিরোজপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি এ্যাভোকেট মাহামুদ হোসেন। এছাড়াও বক্তব্য রাখেন, উদীচী সাধারণ সম্পাদক খালিদ আবু, গণউন্নয় সমিতির নির্বহী পরিচালক জিয়াউল আহসান জিয়া, পিরোজপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি এ কে আজাদ, সুপ্র’র নির্বাহী পরিচালক মঈনুল আহসান মুন্না, এ্যাভোকেট বাহাদুর হোসেন, টিআইবির এরিয়া ম্যানেজার পুলক রঞ্জন পালিত। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা মহিলা পরিষদের সাংগঠনিক সম্পাদক খালেদা আক্তার হেনা। সভায় বক্তারা বলেন বাংলাদেশ মহিলা পরিষদ একটি ঐতিহ্যবাহী সংগঠন। বাংলাদেশ মহিলা পরিষদ এ দেশের সবচেয়ে বৃহৎ নারী সংগঠন। দীর্ঘদিন ধরে অসহায় নারীদের আশ্রয়স্থল হিসেবে কাজ করে আসছে। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশ মহিলা পরিষদকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...