ব্রেকিং নিউজ
Home - এক্সক্লুসিভ - বৈরী বাতাস ও বৃষ্টিতে মঠবাড়িয়াসহ উপকূলীয় জনজীবন বিপর্যস্ত

বৈরী বাতাস ও বৃষ্টিতে মঠবাড়িয়াসহ উপকূলীয় জনজীবন বিপর্যস্ত

মেহেদী হাসান >.

গত কয়েক দিন ধরে দমকা বাতাস আর বৃষ্টিপাতের কারনে পিরোজপুরের মঠবাড়িয়াসহ উপকূলীয় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। আজ শনিবার দিনভর বৃষ্টিতে জনজীবনে চরম দুর্ভোগ নেমে এসেছে। মানুষ বৈরী আবহাওয়া অনেকটাই ঘরবন্দী হয়ে পড়েছেন।

মঠবাড়িয়া পৌরশহর জুড়ে বেহাল সড়কের খানাখন্দে অতিবৃষ্টিতে জলমগ্ন হয়ে মানুষের চলাচলে দুর্ভোগের সৃষ্টি হয়েছে। বিশেষ করে শহরের থানা সড়ক, মিরুখালী সড়ক, পিরোজপুর বাসস্টান্ড.ও বহেরাতলা সড়কসহ শহরের বেহাল সড়কে পানি জমে জলকাদায় একাকার । এতে পৌরবাসি চরম দুর্ভোগের মধ্যে পড়েছেন।

অপরদিকে বৈরী আবহাওয়ার কবলে দিনভর বিদ্যুতের আসা যাওয়া চলছে। বিদ্যুত বিভ্রাটে নগরবাসি দিনভর নাকাল হয়ে পড়েছেন। এছাড়া টানা বৃষ্টিতে উপজেলার প্রত্যন্ত এলাকার কৃষি জমিতে পানিতে সয়লাব হয়ে পড়ায় মুগ ডালসহ নানা শাক সবজি আবাদ বিপর্যয়ের মধ্রে পড়েছে। কৃষকরা জলণাবদ্ধতায় ফসলহানীর আশংকা করছেন।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, এ বৃষ্টির প্রবণতা আগামী ২৪ এপ্রিল পর্যন্ত থাকতে পারে। এছাড়া সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত জারি করেছে আবহাওয়া অধিদফতর। আজ শনিবার সকালে থেকেই মঠবাড়িয়াসহ উপকূল জুড়ে থেমে থেমে ঝড়ো হওয়ার সঙ্গে বৃষ্টি হচ্ছে। বৃষ্টির কারণে বিভিন্ন স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। দুর্ভোগে পড়েছে মানুষজন।

উত্তর বঙ্গোপসাগর এলাকায় বায়ু চাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। এজন্য উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরগুলোর উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্রগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে ।

 

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...