ব্রেকিং নিউজ
Home - এক্সক্লুসিভ - মঠবাড়িয়ায় রেনেসাঁস ও শেরে বাংলা পাঠাগারের সাইকেল শোভাযাত্রা

মঠবাড়িয়ায় রেনেসাঁস ও শেরে বাংলা পাঠাগারের সাইকেল শোভাযাত্রা

মো. মেহেদী হাসান >>
পিরোজপুরের মঠবাড়িয়ায় শেরে বাংলা পাঠাগারের ও রেনেসাঁস মঠবাড়িয়ারযৌথ উদ্যোগে আজ রবিবার একটি সাইকেল শোভাযাত্রা বের করা হয়। “শুদ্ধ শিখি , শুদ্ধ লিখি- জাতীয় সংগীত” কার্যক্রমের প্রচারণা হিসেবে এ সাইকেল রাইড অনুষ্ঠিত হয়। এতে মঠবাড়িয়া সাইকেলিষ্ট গ্রুপের প্রায় অর্ধশত রাইডার অংশগ্রহণ করেন। তারা নির্ধারিত রূট অতিক্রম করে।
শেষে শেরে বাংলা পাঠাগারের সেমিনার কক্ষে অংশ গ্রহণকারীদের সংগঠনের পক্ষ হতে সনদপত্র বিতরণ করা হয়।
আয়োজকদের মধ্যে অন্যতম মঠবাড়িয়া সাইকেলিষ্ট গ্রুপের প্রিন্স মাহমুদ বলেন, যদিও মঠবাড়িয়াতে সাইকেলিং অতোটা জনপ্রিয় না, তবু আমরা মঠবাড়িয়া সাইকেলিষ্ট গ্রুপ সহ ব্যক্তিগত ভাবে আমি যথাযথ চেষ্টা করব এখনে এই পরিবেশ বান্ধব যানবাহনটি জনপ্রিয় করতে।
সাইকেলিষ্ট গ্রুপের আরাফাত হৃদয় বলেন, আমরা চেষ্টা করছি সাইকেলিং জনপ্রিয় করার জন্য।
সাইকেলিষ্ট মাসুম বিল্লাহ বলেন, মঠবাড়িয়াতে সাইকেলিং জনপ্রিয় করতে আমরা দৃঢ় প্রত্যয়ী।
রেনেসাঁস মঠবাড়িয়ার অন্যতম স্বপ্নদ্রষ্টা জনাব খালিদ সাব্বির বলেন, তারুণ্যের জাগরণ মূলক যাবতীয় কাজে আমি রেনেসাঁস মঠবাড়িয়ার হয়ে সার্বিক সহায়তা করবো। এছাড়া রেনেসাঁস মঠবাড়িয়ার আরাফাত খান ও আমিন রোমান শুভেচ্ছা জানিয়ে মুঠোবার্তায় বলেন, শুদ্ধ শিখি, শুদ্ধ লিখি- জাতীয় সংগীত আয়োজনে একাত্মতা প্রকাশে মঠবাড়িয়া সাইকেলিষ্ট গ্রুপ এগিয়ে আসাতে আমরা শের-ই-বাংলা পাঠাগার ও রেনেসাঁস মঠবাড়িয়ার পক্ষ থেকে তাদেরকে স্বাগত জানাই।
দক্ষিণাঞ্চলের পরিবেশ উন্নয়ন সংগঠন “সবুজ বাংলা” এর অন্যতম সংগঠক সবুজ রাসেল পরিবেশবাদী এই সাইকেলিংকে স্বাগত জানিয়েছেন।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...