ব্রেকিং নিউজ
Home - এক্সক্লুসিভ - মঠবাড়িয়ায় দিনভর বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

মঠবাড়িয়ায় দিনভর বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

সাংস্কৃতিক প্রতিবেদক >>
কালের পরিক্রমায় এলো বাংলা নকুন বছর। পুরানো বছরকে বিদায় দিতে নতুন বছরকে বরণ করে নিতে পিরোজপুরের মঠবাড়িয়ায় শুক্রবার দিনভর পহেলা বৈশাখে বাংলা নববর্ষ উদযাপিত হয়েছে নানা বর্ণিল ও বর্ণাঢ্য আয়োজনে। বাংলা নববর্ষ বরণ করে নিতে মঠবাড়িয়ায় জনমানুষ দিনভর মেতে উঠেছিলেন মাঙ্গলিক উৎসবে। বাঙালীর লোকজ ঐতিহ্যে নানা বর্ণিল সাজে সর্বস্তরের মানুষের মুখরিত পদচারণায় নববর্ষে গোটা পৌরশহর আনন্দে উদ্বেলিত ছিল। শহরজুড়ে জনমানুষের পদচারণা ও আনন্দ আয়োজনে গোটা শহরের মানুষ মেতে ছিল বাংলার চিরায়ত উৎসবে।
সকালে নানা বর্ণিল ও বর্ণাঢ্য সাজে উপজেলা প্রশাসন, পৌর সভা প্রশাসন, বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠি, মঠবাড়িয়া সরকারী কলেজ, কে.এম লতিফ ইনস্টিটিউশন, হাতেম আলী বালিকা মাধ্যমিক বিদ্যালয়, উদয়ন মাধ্যমিক বিদ্যালয়. মঠবাড়িয়া মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়. মহিউদ্দিন মহিলা কলেজ, তরুণদের সামাজিক সংগঠন রেনেসাঁস এর আয়োজনে শহরে পৃথক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। বাঙালীর লোকজ সংস্কৃতির বাজনা বাদ্যি ও নানা আবহমান বাংলার ডিসপ্লেসহ শোভাযাত্রা শহরের অলিগলি প্রদক্ষিণ করে।
পরে উপজেলা চেয়ারম্যান মো. আশরাফুর রহমানের সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এছাড়া উপজেলা পরিষদ চত্বরে পান্তাভাত ও পিঠা ভোজের আয়োজন করা হয়।
মঠবাড়িয়া পৌরসভার উদ্যোগে পৌর সভার মেয়র রফিউদ্দিন আহম্মেদের নেতুত্বে শহরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে কাপুড়িয়া পট্রি সড়কে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পান্তাভাত ও পিঠাভোজের আয়োজন করা হয়।

বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী ও মঠবাড়িয়া সরকারী কলেজ এর যৌথ উদ্যোগে মঠবাড়িয়া সরকারী কলেজ বকুল চত্বরে দিনভর আলোচনা সভা, লোকজ সংস্কৃতি উৎসব, চিরায়ত বাংলার গান ও নাটক মঞ্চস্থ হয়। এ অনুষ্ঠানে যশোর বোর্ডের সাবেক চেয়ারম্যান ও কবি মো. হাফিজুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থি ছিলেন। অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান মো. আশরাফুর রহমান, মুক্তিযোদ্ধা মজিবুল হক মজনু, জেলা পরিষদ সদস্য অধ্যক্ষ আজিম উল হক, প্রবীণ সাংস্কৃতিক ব্যক্তিত্ব বাসুদেব মিত্র, মঠবাড়িয়া সরকারী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. গোলাম মোস্তফা, প্রভাষক ইকতিয়ার হোসেন পান্না, বর্ষবরণ উৎসবের আহ্বায়ক সুভাষ মজুমদার ও উদীচীর সভাপতি শিবু সাওজাল বক্তব্য দেন।

শেষে চিড়া,দই ও মুড়িসহ পিঠাভোজের আয়োজন করা হয়।
এছাড়া কেএম লতিফ ইনস্টিটিউশনের আয়োজনে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আইজিজুল হক সেলিম মাতুব্বরের সভাপতিত্বে বিদ্যালয় চত্বরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এছাড়া পান্তাভাত পিঠাভোজের আয়োজন করা হয়।
হাতেম আলী মাধ্যমিক বালিকা বিদ্যালয় চত্বরে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মো. আরিফ-উল হকের সভাপতিত্বে আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শেষে ভান্তাভাত ও পিঠা উৎসব অনুস্ঠিত হয়।
এছাড়া শহরের উদয়ন মাধ্যমিক বিদ্যালয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পান্তাভাত পরিবেশন করা হয়।
মহিউদ্দিন আহম্মেদ মহিলা কলেজ চত্বরের শহীদ মিনার মুক্তমঞ্চে আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
তরুণদের সামাজিক সংগঠন রেনেসাঁস এর আয়োজনে সংগঠক মো. খালিদ সাব্বিরের নেতৃত্বে মঠবাড়িয়া সরকারী কলেজ চত্বরে শুদ্ধ শিখি শুদ্ধ লিখি জাতীয় সঙ্গীত প্রতিযোগিতার বিশাল ক্যানভাস জুড়ে গণসাক্ষর কর্মসূচি অনুষ্ঠিত হয়। শেষে রেনেসাঁস এর শিল্পীরা নাটক ও সঙ্গীত পরিবেশন করে।
নববর্ষের দিনভর এ আয়োজনে পুরো শহরজুড়ে মেলাও অনুষ্ঠিত হয়।

ছবি তুলেছেন >> দেবদাস মজুমদার

Leave a Reply

x

Check Also

পিরোজপুর জেলা বিএনপির আহবায়ক আলমগীর হোসেন আটক

পিরোজপুর প্রতিনিধি : বিএনপির কেন্দ্রীয় নেতা ও পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক আলমগীর হোসেনকে আটক করেছে ...