ব্রেকিং নিউজ
Home - এক্সক্লুসিভ - ইন্দুরকানী বাজারে অগ্নিকান্ডে ২১টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই : ৩ কোটি টাকার ক্ষয়-ক্ষতি

ইন্দুরকানী বাজারে অগ্নিকান্ডে ২১টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই : ৩ কোটি টাকার ক্ষয়-ক্ষতি

পিরোজপুর প্রতিনিধি >>
পিরোজপুরের ইন্দুরকানীতে ভয়াবহ অগ্নীকান্ডে ২১টি ব্যবসা প্রতিষ্ঠান সম্পুর্ণ ভস্মীভূত হয়ে প্রায় ৩ কোটি টাকায় ক্ষয়ক্ষতি হয়েছে। উপজেলার ইন্দুরকানী বলেশ্বর নদী সংলগ্ন উত্তর বাজার বাজার এলাকায় সোমবার রাত সাড়ে তিনটার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। বাজারের একটি মিষ্টির দোকান থেকে লাগা আগুন মুহুর্তের মধ্যে অন্যান্য দোকানে ছড়িয়ে পড়ে। এসময় বাজারের মুদি মনোহরী, ফলের দোকান, মোবাইল এ- সার্ভিসিং, ফার্মেসী, সেলুন, মিষ্টির দোকান, হোটেলসহ অন্তত ২০টি দোকান সহ একটি স্ব-মিল পুড়ে গেছে বলে জানান স্থানীয় দোকান ব্যবসায়ী মারুফুল ইসলাম।
রাত সাড়ে তিনটার দিকে স্থানীয়রা বাজারে আগুন দেখে নিভানোর চেষ্টা শুরু করে এবং দমকল বাহিনীকে খবর দেয়। খবর পেয়ে পিরোজপুর সদর ও নাজিরপুর দমকল বাহিনীর দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ২ ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনে।
পিরোজপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো: আজাহার আলী জানান, আগুনে ২০ টি প্রতিষ্ঠান পুড়ে গেছে,এতে প্রায় ২ কোটি টাকার ক্ষতি হয়েছে। আগুনের সুত্রপাত সম্পর্কে জানান, বাজারে জাহাঙ্গির নামে একজনের মিষ্টির দোকান থেকে আগুনের সুত্রপাত ঘটেছে বলে প্রাথামিকভাবে জানাগেছে।
এ অগ্নীকা- নিয়ে স্থানীয় কিছু ব্যবসায়ীদের মাঝে বিরুপ প্রতিক্রিয়া, সন্দেহ, সংশয় প্রকাশ পেয়েছে। এটি অগ্নীকা- নাকি নাশকতা তা নিয়ে প্রশ্ন তুলছেন কেউ কেউ।
ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন সেখ জানান, অগ্নীকা-ে প্রায় ২১টি ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভুত হয়েছে, ক্ষতির পরিমান প্রায় ৩/৪ কোটি টাকা। এর মধ্যে বাজার কমিটির সাধারণ সম্পাদক হারুন অর রশিদের হোলসেল দোকান রয়েছে। সোমবার তার দোকানের “হাল খাতার” দিন ধার্য্যছিল। তিনি আরো বলেন, ২১টি দোকানের মধ্যে প্রায় ১৩/১৪টি হিন্দুদের এবং তাদের প্রত্যেকেরই ইন্সুরেন্স করা রয়েছে বলে শুনেছি।
ইন্দুরকানী উপজেলা নির্বাহী অফিসার মো. নুরুল হুদা, স্থানীয় জনপ্রতিনিধি, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সকালে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

 

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...