ব্রেকিং নিউজ
Home - এক্সক্লুসিভ - আসছে পহেলা বৈশাখ,বাড়ছে ইলিশের দাম !

আসছে পহেলা বৈশাখ,বাড়ছে ইলিশের দাম !

অনুপ হালদার অণু >>

পহেলা বৈশাখকে সামনে রেখে বরিশালসহ উপকূলীয় এলকার বাজারে হুহু করে বাড়ছে ইলিশের দাম। বড় ইলিশের মণ এখনই দেড় লাখ টাকা। ফলে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে ইলিশ। অপরদিকে ইলিশের পোনা বেড়ে ওঠার জন্য চলছে জাটকা সংরক্ষণ অভিযান। এদিকে পহেলা বৈশাখে ইলিশ খেতে নিরুৎসাহিত করতে প্রচারণাও চলছে। চাহিদার তুলনায় সরবরাহ কম হওয়ায় ইলিশের দাম বেড়েই চলছে। বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদ সভাপতি এস.এম ইকবাল বলেন, পহেলা বৈশাখ বাঙ্গালীদের জন্য অত্যন্ত একটি আনন্দের দিন। নানা আয়োজনে নানা রং-ঢংয়ে তারা এই দিনটি পালন করে থাকে। তিনি বলেন, ইলিশ খাওয়া বাঙ্গালি সংস্কৃতির কোনো অংশ নয়। তাই ইলিশ রক্ষার স্বার্থে এ দিনে ইলিশ না খাওয়াই উত্তম। জানাগেছে, বরিশালে ইলিশের পাইকারি বাজারে দেড় কেজি পর্যন্ত ইলিশের প্রতি মণের দাম দেড় লাখ টাকা। ১ কেজি ২শ’ গ্রাম ইলিশের মণ ১ লাখ ২০ হাজার টাকা, ১ কেজি ইলিশের মণ ৯০ হাজার এবং ৮শ’ থেকে ৯শ’ গ্রাম পর্যন্ত ইলিশের মণ ৬০ হাজার টাকা। স্বাভাবিক সময়ের চেয়ে এখন ইলিশের দাম প্রায় দ্বিগুণ।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...