ব্রেকিং নিউজ
Home - এক্সক্লুসিভ - সামাজিক উদ্যোগে রেনেসাঁস মঠবাড়িয়া

সামাজিক উদ্যোগে রেনেসাঁস মঠবাড়িয়া

রেনেসাঁস মঠবাড়িয়া শেরবাংলা সাধারন পাঠাগারের যৌথ উদ্যোগেশুদ্ধ শিখি , শুদ্ধ লিখিজাতীয় সংগীতনামক একটি সামাজিক আন্দোলন সৃষ্টির সূতিকাগার। এটি একটি আঞ্চলিক সংগঠন। একটি উপজেলা পুরো বাংলাদেশকে জানান দিচ্ছে যে, আমরা আমাদের জাতীয় সংগীতকে শুদ্ধ করে শিখতে লিখতে পারিনা। যদি জাতীয় সংগীতকে শুদ্ধভাবে পড়তে লিখতে না পারি তা পুরো বাংলা ভাষা শিক্ষায় আমাদের অবস্থান কী। আশার কথাআমাদের দীনতার কথা একটি উপজেলার কতিপয় উদ্যোমী সরল মানুষ বুঝতে পেরেছে। তারাই ডিজিটাল মাধ্যমের দ্বারা এনালগ জীবনের মানুষদের সচেতন করতে চেষ্টা করছে। অত্যন্ত শুভ উদ্যোগ। আমি মনে করি বাংলাদেশের সকল উপজেলায় ধরনের সংগঠনের সৃষ্টির মাধ্যমে মহতী কাজকে ছড়িয়ে দেয়া উচিত। কারণ আমরা জানি – ” আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে, তোমার ছেলে উঠলে পরে রাত পোহাবে তবে।আমি মঠবাড়িয়া এলাকায় জনম নেয়া সূর্য সন্তানদের শুভ কামনা করছি। পরিশেষে , রেনেসাঁস মঠবাড়িয়া শেরবাংলা সাধারন পাঠাগারের নতুন প্রবর্তন ( Innovation ) নিয়ে সরকারের Innovation cell এর সদয় দৃষ্টি আকর্ষণ করছি।
বি:দ্র: মঠবাড়িয়া উপজেলার গড় শিক্ষা হার ৬১.% বিপরীতে সারাদেশে গড় শিক্ষা হার ৫১.% আমার জানামতে উপজেলা ভিত্তিক শিক্ষা হারে মঠবাড়িয়া প্রথম স্থান অধিকারী

লেখক >> ড, মোহাম্মদ জহিরুল হুদা, উপ পরিচালক, দুর্নীতি দমন,কমিশন ।

© ওশ্যাঘর

Leave a Reply

x

Check Also

লাইটার জাহাজের ধাক্কায় চরখালী ফেরিঘাটের গ্যাংওয়ে বিধ্বস্ত 🔴 যানবাহন চলাচল বন্ধ

বিশেষ প্রতিনিধি : পিরোজপুরের ভাণ্ডারিয়ার কঁচা নদীর চরখালী-টগরা ফেরিঘাটের চরখালী ঘাটে একটি জাহাজের ধাক্কায় ফেরির ...