ব্রেকিং নিউজ
Home - এক্সক্লুসিভ - মঠবাড়িয়ায় রেনেসাঁস এর আয়োজনে শিক্ষার্থীদের জাতীয় সঙ্গীত শুদ্ধ শিখি শুদ্ধ লিখি প্রতিযোগিতা

মঠবাড়িয়ায় রেনেসাঁস এর আয়োজনে শিক্ষার্থীদের জাতীয় সঙ্গীত শুদ্ধ শিখি শুদ্ধ লিখি প্রতিযোগিতা

সাংস্কৃতিক প্রতিবেদক >>
:পিরোজপুরের মঠবাড়িয়ার উদ্যোমী তরুণদের গড়ে তোলা রেনেসাঁস মঠবাড়িয়া নামে একটি সামাজিক সংগঠনের উদ্যোগে শিক্ষার্থীদের অংশ গ্রহণে জাতীয় সঙ্গীত শুদ্ধ শেখা ও শুদ্ধ লেখা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার পিরোজপুরের মঠবাড়িয়ার মুক্তিযুদ্ধের সংগঠক সওগাতুল আলম সগীর মেমোরিয়ার বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ও শিক্ষকরা মিলে এ কর্মসূচিতে অংশ নেন। এসময় ৪৬জন শিক্ষার্থীর হাতে জাতীয় পতাকা তুলে দেওয়া হয়।
স্থানীয় সাংস্কৃতি আন্দোলনের পুরোধা অবসরপ্রাপ্ত প্রবীণ শিক্ষক বাসুদেব মিত্র ও ভাষা সৈনিক অবসরপ্রাপ্ত শিক্ষক হাবিবুর রহমান খান যৌথভাবে শিক্ষার্থীদের হাতে জাতীয় পতাকা তুলে দিয়ে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে স্কুল আঙ্গীনায় এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
অনুষ্ঠানে বক্তব্য দেন, সগীর মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেন, শ্যামলেন্দু মিত্র. মো. হারুন অর রশীদ, শিক্ষার্থী ঝুমুর রানী, সোনিয়া আক্তার, আয়োজক সংগঠন রেনেসাঁসের স্বেচ্ছাসেবক মো. আমিন রুমান, সাব্বির মোহাম্মদ খালিদ ও তরিকুল ইসলাম রুবেল প্রমূখ।
শেষে তিন শতাধিক শিক্ষার্থী জাতীয় সঙ্গীত শুদ্ধ করে লেখা প্রতিযোগিতায় অংশ নেন। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
আয়োজকরা জানান, জাতীয় সঙ্গীত শুদ্ধ করে লেখা প্রতিযোগিতায় সারা দেশে এক লাখ শিক্ষার্থীকে সম্পৃক্ত করা হবে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...