ব্রেকিং নিউজ
Home - এক্সক্লুসিভ - বাঙালীয়ানার একাল

বাঙালীয়ানার একাল

বাঙালী সংস্কৃতি আজ প্রায় বিলুপ্তির পথে,তরুণ প্রজন্ম আজ পাশ্চাত্য সংস্কৃতি লালন করতে পেরে গর্বিত,কিছুটা অহংকার দ্বারাও তাড়িত,তারা ভাবে এ বাঙালী সংস্কৃতির গন্ডি তাদের জন্য নয়,তারা পাশ্চাত্য সংস্কৃতির আবহে লালিত!
তরুণ প্রজন্মের এ অধঃপতনের দুটি কারন হলো,মোবাইল ফোনের অপব্যবহার এবং টেলিভিশনের পাশ্চাত্য নগ্ন সংস্কৃতি,তরুণ প্রজন্ম আজ মাতাল,তথাকথিত সংকীর্ণ জাতীয়তাবাদের ধার তারা ধারে না;
“থাকবো নাকো বদ্ধ ঘরে,দেখবো এবার জগৎটাকে”,বলে বিশ্ব দেখার জন্য কবি যে তীব্র আকাঙ্খা ব্যাক্ত করেছেন তা আজকের তরুণ প্রজন্মকে কেবল হাসাবে!কারণ তারা যে আজ মোবাইল ফোন,টিভি ও কম্পিউটারের বোতাম টিপেই বিশ্বের নাড়ি-নক্ষত্র জানতে পারে,
প্রিয়জনের সান্নিধ্য তাই অনেকটা আনুষ্ঠানিক এবং আবেগশূন্য হয়ে দাড়িয়েছে,সেই সাথে কালের আবর্তে হারিয়ে যাচ্ছে বাংলা সংস্কৃতি,
পাশ্চাত্য সংস্কৃতির প্রতি মাতাল হয়ে এদেশের তরুণরা পহেলা বৈশাখ পালনের দিনও দেশের হাজার হাজার মেয়েকে ইভটিজিং করছে,শালীনতা বিবর্জিত কাজও পরিলক্ষিত হয়েছে ।
বর্তমান প্রজন্ম জ্ঞানরাজ্যের অনেক তথ্য জানে সত্য বাঙ্গালী সংস্কৃতি জানে সত্য.কিন্তু তাদের অন্তর চেতনাশূন্য ও দীনতার হাহাকারে পরিপূর্ণ;তাদের হৃদয়ে নিজস্ব সংস্কৃতির স্ফুর্তি অনুপস্থিত,
সংস্কৃতি চর্চা করতে গিয়ে রহস্য উন্মোচনের আনন্দ তাদের নেই,বাঙ্গালী সংস্কৃতি আজ তাদের অন্তরে এবং মগজে নয়,চোখে এবং কানে মাত্র,তারা এখন জানতে চায় না_তবে কিছু সাংস্কৃতিক সংগঠন আর শিক্ষাপ্রতিষ্ঠানের চাপে তারা বাঙ্গালী সংস্কৃতি জানতে বাধ্য হয়!
আজকাল ছেলেমেয়েরা যে অতিমাত্রায় ভোগবাদী মানসিকতায় আক্রান্ত,তার পেছনেও এই অপসংস্কৃতি ও মিডিয়ার ভূমিকা রয়েছে,ভূমিকা রয়েছে ইংরেজি ও হিন্দি চলচ্চিত্র এবং আকাশ সংস্কৃতির ।
কোমলমতি শিশুদের মাঝে পর্নোগ্রাফির মতো ঘৃন্য জিনিস আজ বিস্তার লাভ করেছে একমাত্র দেশীয় সংস্কৃতি চর্চার অভাবে,এসব ভাবতে গেলেও গা শিউরে ওঠে !
ইন্টারনেটের মাধ্যমে পর্নোগ্রাফির সহজলভ্যতা আমাদের বাংলা সংস্কৃতিকে কতটা পরিমাণ ক্ষতি করতে পারে তা নিয়ে আমাদের অবশ্যই সচেতন হতে হবে,অতিমাত্রায় টেলিভিশন দেখার বাতিক পেয়ে বসেছে অনেক বাড়ন্ত ছেলে মেয়েকে ,এর নেতিবাচক প্রভাব ভয়াবহ ।
তাই দেশের সর্বস্তরের গনমানুষকে সোচ্চার হতে হবে,আপনি যদি আপনার নিজ পরিবারের প্রতি সংস্কৃতি চর্চার ব্যাপারে দায়িত্ব পালন করেন,তাহলে সংস্কৃতি চর্চার এই ধারা ছড়িয়ে পড়বে দেশের ৫৬ হাজার বর্গমাইলে,সর্বত্র বিরাজ করবে বাংলা সংস্কৃতি!
লেখক >আল আহাদ বাবু,শিক্ষার্থী, মঠবাড়িয়া সরকারী কলেজ।

Leave a Reply

x

Check Also

পিরোজপুর জেলা বিএনপির আহবায়ক আলমগীর হোসেন আটক

পিরোজপুর প্রতিনিধি : বিএনপির কেন্দ্রীয় নেতা ও পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক আলমগীর হোসেনকে আটক করেছে ...