ব্রেকিং নিউজ
Home - এক্সক্লুসিভ - পিরোজপুরে প্রবীণ সমাবেশ ও জেলা প্রবীণ সামাজিক কেন্দ্র উদ্বোধন

পিরোজপুরে প্রবীণ সমাবেশ ও জেলা প্রবীণ সামাজিক কেন্দ্র উদ্বোধন

 

পিরোজপুর প্রতিনিধি >>
পিরোজপুরে প্রবীণ সমাবেশ ও জেলা প্রবীণ সামাজিক কেন্দ্র উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার সন্ধায় শহীদ ফজুলল হক সড়কস্থ মাঠে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) এর উদ্যোগে প্রবীণ সমাবেশে প্রধান অতিথি ছিলেন পিকেএসএফ সভাপতি ড. কাজী খলীকুজ্জামান।

পিরোজপুর জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) এস এম সোহরাব হোসেনের সভাপতিত্বে এবং রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) নির্বাহী পরিচালক আবুল হাসিব খানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অনন্যা ফাউন্ডেশনের সম্পাদক তাসমিমা হোসেন, পিকেএসএফ উপ- ব্যবস্থাপনা পরিচালক (প্রশাসন) ড. মো: জসীম উদ্দিন, সদর উপজেলা চেয়ারম্যান মজিবুর রহমান খালেক, হেল্পএইজ ইন্টারন্যাশনাল বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর রাবেয়া সুলতানা, স্যার উইলিয়াম বেভারিজ ফাউন্ডেশন কান্ট্রি ডিরেক্টর মেজর জেলারেল জীবন কানাই দাস (অব:)।

অনুষ্ঠানে জেলার বিভিন্ন ইউনিয়ন থেকে প্রবীণ সদস্য এ সমাবেশে যোগ দান করে এবং প্রবীণদের সম্মাননা প্রদান করা হয়। পরে অতিথিবৃন্দ শহীদ ফজজুল হক সড়কে জেলা প্রবীণ সামাজিক কেন্দ্র উদ্বোধন করে। এর আগে সকালে জেলার কদমতলায় প্রবীণ ইউনিয়ন অফিসের রিকের আয়োজনে ইউনিয়নের প্রবীণদের সাথে এক মতবিনিময় সভা করেন অতিথীবৃন্দ।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...