ব্রেকিং নিউজ
Home - অপরাধ - আদালতে সাক্ষ্য দিতে না আসায় পুলিশের এসআইকে ৭২ঘন্টার মধ্যে গ্রেফতারের নির্দেশ

আদালতে সাক্ষ্য দিতে না আসায় পুলিশের এসআইকে ৭২ঘন্টার মধ্যে গ্রেফতারের নির্দেশ

পিরোজপুর প্রতিনিধি >>
একাধিক সমনের পরেও আদালতে খুনের মামলার স্বাক্ষ্য দিতে না আসায় পুলিশের এক এসআইকে ৭২ ঘন্টার মধ্যে গ্রেফতার করে জেল হাজতে প্রেরনের নির্দেশ দিয়েছে পিরোজপুরের জজ আদালত।

বৃহস্পতিবার বিকেলে অতিরিক্ত জেলা ও দায়রা জজ এস এম জিল্লুর রহমান একটি হত্যা মামলায় সাক্ষ্য দিতে না আসায় পুলিশের এসআই মনিরুল কবিরকে ২৫০ টাকা জরিমানা অনাদায়ে পাঁচ মাসের অজামিনযোগ্য কারাদন্ডের আদেশ দিয়েছেন। সাজাপ্রাপ্ত মনিরুল কবির বর্তমানে বাগেরহাট জেলার চিতলমারী থানার এসআই হিসেবে কর্মরত আছেন।
আদালত সূত্রে জানা গেছে, ২০০৭ সালের ৬ ফেব্রুয়ারি পিরোজপুর পৌর এলাকার ছোট খলিশাখালী গ্রামের জাহিদুল মৃধা নামে একব্যাক্তি খুন হন। এ ঘটনায় সদরথানায় মামলা দায়ের করা হলে তদন্ত কর্মকর্তার দায়িত্ব পান পিরোজপুর থানার তৎকালীন এসআই মনিরুল কবির। তদন্ত শেষে এসআই মনিরুল কবির মামলার চার্যশীটও দাখিল করেন। মামলাটি অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে বিচার শুরু হলে গত বছরের ২৩ আগস্ট মনিরুল কবিরকে আদালতে সাক্ষ্য দেওয়ার জন্য সমন জারি করা হয়। কিন্তু তিনি আদালতে হাজির হননি। পরবর্তীতে তাঁকে আদালতে হাজির হওয়ার জন্য সাতবার সমন জারির নির্দেশ দেন আদালত। গত ১৪ ফেব্রুয়ারি আদালত মনিরুল কবিরের বিরুদ্ধে অজামিনযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এরপরও সে আদালতে হাজির না হওয়ায় ন্যায় বিচারের স্বার্থে বৃহস্পতিবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে ফৌজদারী কার্যবিধির ৪৮৫ এ (১) ধারা মতে মনিরুল কবিরকে এই সাজার নির্দেশ দেয়া হয়।

Leave a Reply

x

Check Also

লাইটার জাহাজের ধাক্কায় চরখালী ফেরিঘাটের গ্যাংওয়ে বিধ্বস্ত 🔴 যানবাহন চলাচল বন্ধ

বিশেষ প্রতিনিধি : পিরোজপুরের ভাণ্ডারিয়ার কঁচা নদীর চরখালী-টগরা ফেরিঘাটের চরখালী ঘাটে একটি জাহাজের ধাক্কায় ফেরির ...