ব্রেকিং নিউজ
Home - অপরাধ - মঠবাড়িয়ার সাফা ডিগ্রী কলেজ এইচএসসি পরীক্ষা কেন্দ্রে অধ্যক্ষ ও কক্ষ পরিদর্শককে লাঞ্ছনার অভিযোগ

মঠবাড়িয়ার সাফা ডিগ্রী কলেজ এইচএসসি পরীক্ষা কেন্দ্রে অধ্যক্ষ ও কক্ষ পরিদর্শককে লাঞ্ছনার অভিযোগ

মঠবাড়িয়া প্রতিনিধি >>

পিরোজপুরের মঠবাড়িয়ার স্থানীয় সাফা ডিগ্রী কলেজ এইচএসসি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার প্রথম দিনে ভ্যেনু সাফা হাই স্কুল কেন্দ্রে অধ্যক্ষ কক্ষ পরিদর্শককে লাঞ্ছিত করার অবভযোগ উঠেছে। বাংলা প্রথম পত্রে পরীক্ষার নির্ধারিত সময়ের অতিরিক্ত সময় না পেয়ে কয়েকজন পরীক্ষার্থীর নিকট স্বজনরা মিলে পরীক্ষা কেন্দ্রে দায়িরত শিক্ষকদের লাঞ্ছিত করে পরীক্ষা কেন্দ্রে ভীতিকর পরিস্থিতির সৃষ্টি করে ঘটনার পর কক্ষ পরিদর্শকরা অতিরিক্ত পুলিশের সাহায্য নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন পুলিশ প্রহরায় উত্তরপত্র নিয়ে ভ্যানু কেন্দ্র ত্যাগ করেন

জানাগেছে, ওই পরীক্ষা কেন্দ্রের কর্তব্যরত কক্ষ পরিদর্শক স্থানীয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের প্রভাষক সীমা রানী পরীক্ষা গ্রহণের নির্ধারিত সময় শেষ হওয়ার পর উত্তরপত্র জমা নিতে গেলে সাফা ডিগ্রী কলেজের পরীক্ষার্থী শান্তা (রোল নং ৪২০৫০৭ বানিজ্য বিভাগ) সহ কয়েক শিক্ষার্থী বৃত্ত ভরাটের জন্য অতিরিক্ত সময় দাবী করে। এসময় বাড়তি সময় না দিয়ে উত্তরপত্র জমা নেন দায়িত্বরত শিক্ষকরা। খবর শুনে কেন্দ্রের সামনে অপেক্ষমান পরীক্ষাথীর ভাই শুভসহ /৮জনের বহিরাগতরা কেন্দ্রে ঢুকে বিশৃংখলা সৃষ্টি করে। একপর্যায় কক্ষ পরিদর্শদের লাঞ্চিত করে। এসময় অধ্যক্ষ মো. হারুনঅররশীদ বাধা দিতে এসে তিঁনিও লাঞ্চনার শিকার হন। পরে ঘটনাস্থলে মঠবাড়িয়া থানার অতিরিক্ত পুলিশ আসলে বিশৃংখলাকারী ঘটনাস্থল ত্যাগ করে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রভাষক জানান, পরীক্ষা কেন্দ্রে যারা বিশৃংখলা শিক্ষকদের নাজেহাল করেছে তারা সরকার দলীয় ছাত্রলগের কর্মী।

বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম ফরিদ উদ্দিন জানান, পরীক্ষা কেন্দ্রে লাঞ্চিত ঘটনার লিখিত অভিযোগ পেলে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে

Leave a Reply

x

Check Also

লাইটার জাহাজের ধাক্কায় চরখালী ফেরিঘাটের গ্যাংওয়ে বিধ্বস্ত 🔴 যানবাহন চলাচল বন্ধ

বিশেষ প্রতিনিধি : পিরোজপুরের ভাণ্ডারিয়ার কঁচা নদীর চরখালী-টগরা ফেরিঘাটের চরখালী ঘাটে একটি জাহাজের ধাক্কায় ফেরির ...