ব্রেকিং নিউজ
Home - অপরাধ - নাজিরপুরে স্কুল শিক্ষক হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে শিক্ষকদের মানববন্ধন

নাজিরপুরে স্কুল শিক্ষক হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে শিক্ষকদের মানববন্ধন

পিরোজপুর প্রতিনিধি >>
পিরোজপুরের নাজিরপুরে স্কুল শিক্ষককে কুপিয়ে হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।েআজ সোমবার বিকালে শহরের পূবালী ব্যাংক চত্বরে বিকাল ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত এ মানববন্ধনে উপজেলা শিক্ষক কর্মচারীরা অংশ নেন।

শেষে স্থানীয় মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হেলেনা আক্তারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন, নাজিরপুর উপজেলা চেয়ারম্যান মো. নজরুল ইসলাম খান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, বাংলাদেশ মানবাধীকার সমিতির উপজেলা সভাপতি মো. আতিয়ার রহমান চৌধুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সুখরঞ্জন বেপারী, বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্যজোটের উপজেলা সদস্য সচীব এইচ এম লাহেল মাহমুদ, জেলার কাউখালী উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সুব্রত কুমার রায়, প্রথমিক শিক্ষক সমিতির নির্জর কান্তি সুতার, একেএম ফয়সাল আলম, অশোক কান্তি শিকদার, মো. সাফায়েত হোসেন প্রমুখ। মানববন্ধনে বক্তরা প্রশাসনের কাছে অবিলম্বে এ হত্যা কান্ডের সাথে জড়িতদের খুঁেজ গ্রেফতার সহ বিচারের দাবী জানান।
উল্লেখ্য গত বুধবার রাত ২টার দিকে উপজেলার মাটিভাংগা ইউনিয়নের পশ্চিম চর বানিয়ারী গ্রামের ৯নম্বর পশ্চিম বানিয়ারী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সমীরন মজুমদারের ঘরে শিঁদ কেটে ডুকে সন্ত্রাসীরা তাকে কুপিয়ে হত্যা । এ সময় তার স্ত্রী স্বপ্না বাধা দিলে সন্ত্রাসীরা তাকেও কুপিয়ে মারাত্মক আহত করে। এ ঘটনায় আহত স্ত্রী স্বপ্না বোষ বাদী হয়ে অজ্ঞাত নামাদের অভিযুক্ত করে নাজিরপুর থানায় একটি হত্যা মামরা দায়ের করেন।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...