ব্রেকিং নিউজ
Home - অপরাধ - তুই চিনিস আমারে…চল থানায় চল..তোর খবর আছে !

তুই চিনিস আমারে…চল থানায় চল..তোর খবর আছে !

 

পিরোজপুর প্রতিনিধি >>
পিরোজপুর শহরে আজ সকালে চলছিল ২৫ মার্চ জাতীয় শোক গণহত্যা দিবস উপলক্ষে জেলা আওয়ামীলীগের আয়োজনে শোক র‌্যালী। র‌্যালী চলাকালে শহরের পৌরসভা সড়কে আওয়ামীলীগ কার্যালয়ের সামনে র‌্যালী আসার পূর্বেই ট্রাফিক পুলিশ রাস্তা গাড়ি নিয়ন্ত্রণ করছিল। এ সময় একটি ব্যাটারি চালিত অটোরিক্সা রাস্তার পাশে থামাতে গিয়ে এক ব্যাক্তির সাথে হালকা ধাক্কা লাগে। ঘটনার শুরু সেখান থেকেই । ধাক্কা লাগা ব্যাক্তি তো পুলিশে চাকরি করে। তাই সে অটো রিক্সাটি আটকে চালক দুলাল কে গাড়ির ভিতরে থাকা অবস্থা চর দিতে দিতে নামিয়ে শুরু করে মার ধর । আর বলতে থাকে ‘তুই চিনিস আমারে আমি পুলিশ, চল থানায় চল, তোর খবর আছে। এ সময় রাস্তার সাধারণ জনগণ বিষয়টি দেখে থামাতে আসলে তাদের উপরও চড়াও হয় সেই পুলিশ সদস্য। এ সময় সদর উপজেলার শংকরপাশা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আমিরুল ইসলাম মিরণ, পৌর সভার ড্রাইভার সহ কয়েক জনকেও লাঞ্চিত করে সেই পুলিশ সদস্য।
খোঁজ নিয়ে জানাযায়, পুলিশ সদস্য নাম প্রিন্স সিমলাই। সে পিরোজপুর জেলা পুলিশের কনস্টেবল পদে নিয়োজিত আছে।
পুলিশের এ রূপ আচারণে শহরের সাধারণ মানুষের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আহম্মদ মাঈনুল হাসান বলেন , বিষয়টি খতিয়ে দেখছি, পরে এ বিষয়ে ব্যবস্থা নেয়া হবে।

 

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...