ব্রেকিং নিউজ
Home - এক্সক্লুসিভ - মঠবাড়িয়া আমাদের বাড়ি

মঠবাড়িয়া আমাদের বাড়ি

মেহেদী হাসান বাবু >>
আমার বাড়ি মঠবাড়িয়ার ঐতিহ্যবাহী হলতা গুলিশাখালী ইউনিয়নের গুলিশাখালী গ্রামের ফরাজী বাড়ি। ছাত্রজীবন ও ছাত্ররাজনীতির অনেক টা সময় কেটেছে মঠবাড়িয়া পৌর শহরে। আমাদের মঠবাড়িয়া সাজানো-গোছানো একটি উন্নত শহর। এখানকার মানুষগুলো দারুন উন্নত, অদ্ভুত এবং বৈচিত্র্যময়। আমাদের আনন্দ গান, আমরা মঠবাড়িয়ার সন্তান। সারা দেশের মতো মঠবাড়িয়ার রাজনীতিও আজ নিজ দলে দুই বা তার অধিক ভাগে বিভক্ত। কিন্তু আমরা বিভক্তি চাই না, কারন আমরা জানি,-“একতাই বল”। একদল মঠবাড়িয়ার রাজনীতিতে পুরানো মুখ পৌর মেয়র সমর্থক আরেক দল উপজেলা চেয়ারম্যান সমর্থক। আজ তারা নিজেদেরকে শ্রেষ্ঠ প্রমান করার জন্য মরিয়া। গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে কিছু তাজা প্রাণ হারানোর মধ্য দিয়ে আমরা অহিংস রাজনীতি থেকে সহিংস রাজনীতি যাত্রা শুরু করেছি যা বর্তমান পর্যন্ত বিদ্যমান। অথচ আমাদের পছন্দ সহজ-সরল পথ। গত কিছুদিনে মঠবাড়িয়ার রাজনৈতিক অবস্হা দেখে আমরা সিংহ ভাগ সাধারন জনগণ কিংকর্তব্যবিমূঢ় ! জনমনে নানা প্রশ্ন- কে ভাল ? কে খারাপ ? তারা আসলে চায় কি ? তারা কি প্রকৃতপক্ষে জনপ্রতিনিধি হিসেবে জনগণের সেবা করতে চায় ? না, শুধু নিজেদের শ্রেষ্ঠ প্রমান করতে মরিয়া ? জনগণ আপনাদের কাছে ভালবাসা চায়, একটু সেবা চায়। রক্তপাত আমাদের রুচি না। আমরা সুস্হ রুচির মানুষ।আমরা শুধু এই অধিকারটুকু চাই যা আমাদের মৌলিক।
আমি কয়েকদিন আগে ফেসবুকে স্টাট্যাস দিয়ে ছিলাম বিভেদ বিভক্তির মূল কারণ কি সেখানে আমি যা মন্তব্য দেখতে পেলাম তা আমরা কখন দেখতে চাইনি বা শুনতে চাইনি। দীর্ঘদিন ধরে আমরা নিজের ঘরে দরজা খুলে নিরাপদ ভাবে বাস করে আসছি। কিন্তু আজ আপনারাই আপনাদের মুখোশ খুলে দিচ্ছেন কাঁদা ছোড়াছোড়ির মধ্য দিয়ে, যা জনমনে আতংক ছড়াচ্ছে। আমরা আপনাদেরকে বিশ্বাস করে ভালবাসতে চাই। আমাদের বিশ্বাসটুকু নষ্ট করবেন না। আপনারা আমাদের ভাই, আমাদের আপনজন। দয়াকরে আমাদেরক মারবেন না। আপনারা একজন আরেকজনের গোপনীয়তা ফাঁস করে আমাদের চোখ খুলে দিয়েছেন। টিআর, কাবিখা, লুটপাট, ডি সি আর বালিজ্য, সালিশি ব্যবসা, স্বজনপ্রীতি, ক্ষমতার লড়াই, লোভ, সাম্রাজ্যবাদ, হিংসা, অসৎ, অশিক্ষিত, দখলদার, অদক্ষ, হাইব্রিড, পলিথিন নামের বিশেষণ গুলো গত কিছুদিন আগেও আমরা জানতাম না। আপনারাই একজন আরেকজনকে এই বিশেষণ দিয়ে আমাদের সচেতন করে তুলেছেন। ধন্যবাদ আপনাদেরকে।
মাঝেমাঝে কিছু সৎ এবং পরিশ্রমী নতুনের পদধ্বনি শোনা যায়। সবার ধারনা দেশপ্রেমিক তরুনরাই পারবে এ জাতির মুক্তি আনতে। কারন তারা সৎ আর দক্ষ। জনমনে কামনা সকল তরুন জেগে উঠুক।
তাই আসুন, আমরা যারা তরুন এবং নতুন তারা আত্মকেন্দ্রিকতা পরিহার করে ঘর ছেড়ে বেড়িয়ে পড়ি। কারন মঠবাড়িয়া আমাদের সকলের। আমাদের বুঝতে হব,- শুধু কয়েকজন জনপ্রতিনীধি যতোই পরিশ্রম করুক না কেন অসীম অভাবকে সীমিত সম্পদ দ্বারা পূরণ করতে পারবেন না।
তাই আসুন আমরা তাদেরকে সহযোগিতা করি, যদি দেখি তারা ভুল করে, তাহলে প্রতিবাদ করে শুধরে দিব। কিন্তু আজ আমরা নিজের চোঁখে নিজের ক্ষতি সহ্য করতে পারি না। শুধু তাদের উপর দেশ সেবার ভার দিয়ে চুপচাপ হয়ে থাকবেন না, আমাদের দ্বায়িত্ব এবং অধিকার আমরা বুঝে নিই।
মেহেদী হাসান বাবু প্রকাশক ও সম্পাদক আজকের মঠবাড়িয়া

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...