ব্রেকিং নিউজ
Home - এক্সক্লুসিভ - হাফিজ হকের শব্দাবলী

হাফিজ হকের শব্দাবলী

অপারেশন সার্চ লাইট

-হাফিজ হক

ওরা পুরানো শকুন ইয়াহিয়ার সেনা ঝিমিয়ে পরা লম্পট,

বেহায়া পিশাচ অতর্কিত খপ্পরে বাঙ্গালীর বুক ছিঁড়ে তাজা রক্ত দিয়ে মিটিয়েছে পিয়াস

হে ২৫ শে মার্চ, তুমি নির্মম ইতিহাস।

বাঙ্গালী জাতিকে স্তব্ধ করতে চিরতরে ধর্ষন,লুণ্ঠন,হত্যার তাণ্ডবলীলা নারকীয় শয়তানের

পাষন্ড উল্লাস পথে প্রান্তরে তুমি বিভীষিকাময় ‘কালরাত’,

হে ২৫ শে মার্চ।

রাজারবাগ,ফার্মগেট,আরমানিটোলা,পিলখানা হায়েনার হিংস্র নখরে ছিন্ন করেছে বিপন্ন মানবতা

শেখ মুজিব কে সেনানিবাসে বন্দী করে জেনারেল ইয়াহিয়া আদেশ করেছে গণহত্যার,

মেশিনগান,মর্টার,ট্যাঙ্ক,ডিনামাইট বাঙ্গালীর বুকে আজ দগদগে আগুন, ঘৃণ্য সেই ‘অপারেশন সার্চ লাইট’।

পঞ্চাশ হাজার বাঙ্গালীর রক্তের স্রোত ট্যাংক-মর্টারের গোলায় আগুনের লেলিহান শিখা একটি বিনীদ্র রাতের মৃত্যুপুরী!

-আমার দেশের কথা, আমি অভিশাপ দিচ্ছি সেই সব পাষন্ডদের, যারা নীরস্র বাঙ্গালীর উপর চালিয়েছে বর্বর গণহত্যা ।

একাত্তরের সেই রাতে ধ্বনিত হয়েছে চারদিকে মুক্তির শপথ,

শত্রুর মারনাস্রের মুখে তোমার দৃপ্ত ব্যারিকেড, ছিনিয়ে এনেছে দিশা ,

আমার প্রানের স্বাধীনতা সালাম তোমায় বীর বাঙ্গালী জাতি ।

(২)

ঘোমটার আড়ালে

ওদের মোমের মত মন
যেন আলু পটলের দরে বিক্রি হয়
ঘুনেধরা সমাজের ঘোমটার আড়ালে,
নৈরাজ্যের অন্ধকারে কীটগুলো
কাঠঠোকরার মত নিষ্ঠুরভাবে
ছেদন করে অন্তর ;
দর্শকের ভূমিকায় অভিনয় করে আমি ক্লান্ত;
রোজ রাতে শুনি নিজের খেয়ালে
ওদের নিরুত্তাপ বেহায়াপনা,
রাস্তার মোড়ে মোড়ে ৷

সাপের মত খোলস বদল নিত্য চলে অবিরত
সদা মগ্ন ভোগবাদে,
নশ্বর পৃথিবী যেন স্বর্গের প্রতিচ্ছবি
না কি আপন ভূমে পরবাসী ?
নগদের দায় বৃথা যদি
সিদ্ধ হস্তে আদায় হবে শতভাগ আজ —
চুকিয়ে দিতে চাই সব দেন
দায়ভার আছে যা বিবেকের কাছে ৷
কী এমন তীব্র কামনা মনের ভিতর
নাকি পেটের টানে দেহ সমার্পণ ?

(৩)
কে তুমি ধর্মকানা
সত্য মিথ্যার প্রেভেদ করা নয়তো কঠিন নয়তো সোজা জীবন সত্য,
কর্ম সত্য, সত্য মানবতা কিশের নেশায় জঙ্গীপনা?—-
কে তুমি ধর্মকানা?
আত্মাহুতি দিতে মানা —-
আছে কি তা তোর জানা?
সাদা একটি মুখোশ পরে ,ধর্মীয় বেশ ধারন করে করছো হরণ তাজা জীবন ,
স্বর্গ লাভের উন্মাদনা আকঁছো নকশা নিখুতভাবে
লাশের পরে লাশ ফেলে পাষন্ড তুই বর্বর হইলি !
সকল শিক্ষা পদদলে? কে দিয়াছে মদদ তোরে —
পথহারা নরপিশাচ?
জাতের কূলে কালি দিয়ে মায়ের মুখ নাশ;
বিশ্ববাসি আতংকিত আজ বিবেক নির্বিকার অভিশপ্ত
নরশয়তান তুই —-শত্রু দেশ মাতৃকার৷

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...