ব্রেকিং নিউজ
Home - এক্সক্লুসিভ - মঠবাড়িয়ায় ইউপি নির্বাচনে ধানীসাফা ট্রাজেডির এক বছর পার : বিজিবির গুলিতে নিহত পরিবারের খোঁজ রাখেনি কেউ

মঠবাড়িয়ায় ইউপি নির্বাচনে ধানীসাফা ট্রাজেডির এক বছর পার : বিজিবির গুলিতে নিহত পরিবারের খোঁজ রাখেনি কেউ

মঠবাড়িয়া প্রতিনিধি >>
গত ২২ মার্চ- ২০১৬ সালের প্রথম ধাপের ইউপি নির্বাচনে পিরোজপুরের মঠবাড়িয়ার সাফা ডিগ্রি কলেজ ভোট কেন্দ্রে বিজিবির গুলিতে নিহত পাঁচজনের স্বরণে প্রথম মৃত্যু বার্ষিকী গতকাল বুধবার পালিত হয়েছে। নিহতদের পরিবারের কেউ খোজ না রাখলেও স্থানীয় ইউপি চেয়ারম্যানের আর্থিক সহযোগিতায় নিজস্ব অর্থ দিয়ে পারিবারিকভাবে কোরআন খানী, দোয়া ও মিলাদের আয়োজন করা হয়। ওই সময় এ কেন্দ্রে আওয়ামী লীগের চেয়ারম্যান পদ প্রার্থী হারুন অর রশিদের বাতিল করা ৭৪৬ ভোট বৈধ করার দাবিতে জনতার শান্তিপূর্ণ অবরোধে বিজিবির গুলিতে পাঁচ জন নিহত ও বহু আহতের ঘটনা ঘটে।
এ বিজিবির গুলিতে নিহত হয়েছিলেন দিন মজুর বেল্লাল মোল্লা, কলেজ ছাত্র সোলায়মান তালুকদার, বেসরকারি চাকরিজীবী সোহেল মাতুব্বর ও শাহাদাৎ হোসেন, অটোরিকশাচালক কামরুল মৃধা। গত এক বছরে পরিবারের একমাত্র উপার্জকারী মানুষগুলোকে হারিয়ে চরম দুর্ভোগে পড়েছে। অর্ধাহারে-অনাহারে দিন কাটলেও তাদের কেউ খোজ নেয়নি। স্থানীয় ইউপি চেয়ারম্যান মোঃ হারুন-অর-রশিদ তালুকদার জানান, তার সমর্থক নিহত পাঁচ জনের প্রত্যোক পরিবারকে দোয়া মিলাদের জন্য আর্থিক সহযোগিতা করা হয়েছে এবং এদের স্বরণে আমার ব্যক্তিগত উদ্যোগে ধানীসাফা বন্দর ও তুষখালী বাজার জামে মসজিদে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

উল্লেখ্য পার্বত্য জেলা বান্দরবান থেকে ইউপি নির্বাচনে দায়িত্ব পালন করতে আসা পুলিশের উপপরিদর্শক সানোয়ার আলী বাদী হয়ে অজ্ঞাতনামা ১ হাজার ৩০০ জনকে আসামি করে স্থানীয় থানায় মামলা করেন। মামলাটি বর্তমানে থানা পুলিশ তদন্ত করছে।

< ফাইল ছবি >

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...