ব্রেকিং নিউজ
Home - এক্সক্লুসিভ - সকল শিশুর জন্য চাই আনন্দময় শৈশব

সকল শিশুর জন্য চাই আনন্দময় শৈশব

শুধুমাত্র পথশিশু আর অবহেলিত শিশুই নয়,সমাজের বিভিন্ন স্তরের সকল শিশুকে গড়ে তোলার ব্যাপারে ভাবতে হবে। অথচ আমাদের এইসব পল্লী অঞ্চলে শিশুদের ক্ষেত্রে কোনো কার্যকরী পদক্ষেপ গ্রহন করে না,জাতীয় পর্যায়ে শিশুদের নিয়ে তেমন কোনো ম্যাগাজিন অনুষ্ঠান দেখি না,বিটিভি মাঝে মাঝে এক-আধটা অনুষ্ঠান প্রচার করলেও তা মানসম্মত নয়_এবং শিশুদের দৃষ্টি আকর্ষনে সম্পূর্ণ ব্যর্থ। »আজকের শিশু জাতির সোনালী ভবিষ্যতের স্থপতি,শিশু হচ্ছে নতুনের জয়গান,শিশু ফুলের মতো পবিত্র,শুদ্ধময়।কবির ভাষায়_”এ বিশ্বকে শিশুর বাসযোগ্য করে যাব আমি”,কিংবা ‘আমার সন্তান যেন থাকে দুধে-ভাতে।’শিশু হচ্ছে মানবসভ্যতার প্রথম অবদান। এই শিশুই একদিন বড় হয়ে তার শ্রমশক্তি ও প্রতিভার অবদানে সভ্যতাকে এগিয়ে নিয়ে যেতে পারে,শ্রেষ্ঠত্বের স্বাক্ষর রাখতে পারে।একটি সমাজের কিংবা একটি রাষ্ট্রের চিত্র বোঝা যায়,শিশুদের দিকে তাকালে। একটি সংস্কৃতিবান সমাজ এবং সুশাসনমন্ডিত রাষ্ট্র পারে একজন সুনাগরিক সৃষ্টি করতে, যে সমাজ ও রাষ্ট্র উন্নত এবং কল্যানকামী সেই সমাজের শিশুরা যথেষ্ট দায়িত্বশীল ও দেশপ্রেমিক হিসেবে কৈশোর থেকে গড়ে ওঠে। শিশু জন্ম নেয় বাঁচবার জন্য এবং তার অন্ন, বস্ত্র,বাসস্থান,চিকিৎসা,শিক্ষা ও কর্মসংস্থানের অধিকার পূর্ণাঙ্গভাবে মেটাতে হবে,এ দায়িত্ব হলো রাষ্ট্র,সমাজ ও পরিবারের। শিশুকে নিরাপত্তা দিতে হবে এবং আনন্দময় জীবনযাপনের মধ্য দিয়ে তাকে বড় করে তুলতে হবে,অভিভাবকহীন শিশু পথের ধারে ঘুমিয়ে থাকে,ডাস্টবিনের খাবার কুড়িয়ে খায়,বৃষ্টিতে ভিজে,রোদে পোড়ে এবং শীতে কাঁপে,এইসব শিশুদেরও মানবাধিকার আছে।শিশু অধিকার ভোগ করতে না দেয়াটা মানবাধিকার লঙ্গন!
সকল শিশুর জন্য হোক আনন্দময় শৈশব।
লেখক:আল আহাদ বাবু, মঠবাড়িয়া সরকারী কলেজ

Leave a Reply

x

Check Also

লাইটার জাহাজের ধাক্কায় চরখালী ফেরিঘাটের গ্যাংওয়ে বিধ্বস্ত 🔴 যানবাহন চলাচল বন্ধ

বিশেষ প্রতিনিধি : পিরোজপুরের ভাণ্ডারিয়ার কঁচা নদীর চরখালী-টগরা ফেরিঘাটের চরখালী ঘাটে একটি জাহাজের ধাক্কায় ফেরির ...