ব্রেকিং নিউজ
Home - এক্সক্লুসিভ - শিক্ষাই হোক মুক্তির বাহন

শিক্ষাই হোক মুক্তির বাহন

সাইফুর রহমান >>

শিক্ষা বা বিদ্যার্জনের মুখ্য উদ্দেশ্য জ্ঞান লাভ করা এতে কোনো সন্দেহ নাই। তবে অর্জিত বিদ্যাকে বৃত্তিমুলক কাজে সংযুক্ত করতে না পারলে পরিপূর্ণ জ্ঞানার্জন ব্যহত হয়। অর্থাৎ, সহজ কথায় একজন মানুষ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জ্ঞানের যে বিশেষ বিশেষ ক্ষেত্রে পারদর্শীতা অর্জন করবে সেটার পরিপক্ক ও প্রয়োজন মাফিক ব্যবহার তার খাদ্য নিরাপত্তাসহ তাকে অন্যান্য সামাজিক নিরাপত্তা বেষ্টনিতে আবদ্ধ রাখবে। এটাই হলো ব্যক্তির ক্যারিয়ার বা বাংলায় বৃত্তি বা পেশা, কর্মসংস্থান ইত্যাদি। জ্ঞান অর্জন বা তার মাধ্যমে কিভাবে পোক্ত পেশা তৈরি করা যায় তার জন্য কাঠামোবদ্ধ প্রাতিষ্ঠানিক শিক্ষা ব্যবস্থা আছে। সেখানে দৈহিক, মানসিক, বুদ্ধিবৃত্তিক, সামাজিক, সাংগঠনিক, প্রাযুক্তিক বিকাশ ঘটে ব্যক্তির। কৃষি কাজ থেকে অস্ত্রপচার প্রর্যন্ত সবকিছু শেখানোর জন্য স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় আছে বিশ্ব জুড়ে। একজন মানুষের যে কোনো শিক্ষা লাভ এবং পেশা নির্বাচনের অধিকার জন্মগত। এখানে সে সম্পূর্ণ স্বায়ত্তশাসিত। ক্যারিয়ার গঠনের এই চিন্তা করতে হয় খুব আগে থেকে। শিশুর জন্ম থেকে। আমাদের দেশের প্রচলিত ব্যবস্থায় আট কেলাস পর থেকেই বিভক্ত হয়ে যায় শিক্ষার্থীরা বিজ্ঞান, বাণিজ্য আর কলায়। এরপর উচ্চ মাধ্যমিক আর উচ্চ শিক্ষা অর্জনের বাঁকে বাঁকে তার গোত্র বদলায়। শেষে বাণিজ্যের শিক্ষার্থী যায় সাংবাদিক পেশায়, পদার্থ পড়ুয়া হয় ব্যাংকের সিনিয়র কর্মকর্তা। আর এর প্রধান কারণ অভিবাকরা তাদের নিজেদের স্বপ্ন বাস্তবায়নের পায়তারা করেন ছোট্ট শিশুটিকে দিয়ে। অথচ শিশুটির নিজের স্বপ্ন দেখার সময় তখন। ধরুন, আমি নিজে নয় কেলাসে বাণিজ্যিক হলাম। বহাল থাকলো বারো কেলাস পর্যন্ত। সম্মান শেষ করলাম সমাজবিজ্ঞানী হিসাবে আর ক্যারিয়ারে-সংবাদ কর্মী। অসংলগ্ন একটা যাত্রা আমাদের। এখান থেকে বের হয়ে ভাবতে হবে এখন। খেয়াল করতে হবে আগেই। স্বপ্ন দেখতে হবে শিশুকে বা শিক্ষার্থীকে। বাবা মা পারিবারিক আসরে, বন্ধুবান্ধবদের বৈঠকে টিপ্পনী অবশ্যই কাটবেন, তৃপ্তির ঢেকুর তুলবেন তবে আপনাদের চোখে না ছেলের মেয়ের চোখে স্বপ্ন দেখে। আপনি তাকে স্বপ্ন দেখতে সাহায্য করুন। চলবে…

>> সাইফুর রহমান ,নিউজরুম এডিটর / বৈশাখী টেলিভিশন

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় মুক্তিযোদ্ধার সন্তানকে সাজানো অস্ত্র মামলায় আসামী করে হয়রাণির অভিযোগ পুলিশের বিরুদ্ধে

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় গত সংসদ নির্বাচন চলাকালীন সময়ে থানা পুলিশের দায়ের করা একটি ...