ব্রেকিং নিউজ
Home - এক্সক্লুসিভ - পিরোজপুরে আন্তর্জাতিক নারী দিবসে শিক্ষক-ছাত্রীদের‘আধাঁর ভাঙ্গার শপথ’

পিরোজপুরে আন্তর্জাতিক নারী দিবসে শিক্ষক-ছাত্রীদের‘আধাঁর ভাঙ্গার শপথ’

 

পিরোজপুর প্রতিনিধি >>
‘নারী-পুরুষ সমতায় উন্নয়নের যাত্রা, বদলে যাবে বিশ্ব, কর্মে নতুন মাত্রা’ এই প্রতিপাদ্য নিয়ে পিরোজপুরে আন্তর্জাতিক নারী দিবস-২০১৭’র প্রথম প্রহরে শিক্ষক-ছাত্রীরা আধাঁর ভাঙ্গার শপথ গ্রহন করে। আন্তর্জাতিক নারী দিবস-২০১৭ উপলক্ষে আমরাই পারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোটের আয়োজনে এবং ডাকদিয়েযাই এর সহযোগিতায় রাত ১২টা ১মিনিটে সরকারী মহিলা কলেজে মোমবাতী প্রজ্জলন করে আধাঁর ভাঙ্গার শপথ গ্রহন করেন। অনুষ্টানের উদ্বোধক সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জামাল হোসেন উপস্থিত শতাধিক ছাত্রী-শিক্ষক ও সুধি জনকে নারী নির্যাতনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ার শপথ পাঠ করান।
এখানে এক সংক্ষিপ্ত আলোচনায় জেলা পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোটের আহবায়ক এম এ মান্নানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সরকারী মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আবু ইসহাক। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, পৌর কাউন্সিলর মো. সাদুল্লাহ লিটন,গন উন্নয়ন সমিতির নির্বাহী পরিচালক জিয়াউল আহসান, জেলা মহিলা পরিষদের সাংগঠনিক সম্পাদক খালেদা আক্তার হেনা, ডাকদিয়েযাই’র খাদিজা আক্তার প্রমুখ।
অনুষ্ঠানে কলেজের শতাধিক ছাত্রী,শিক্ষক,সাংবাদিক ও বেসরকারী উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

x

Check Also

লাইটার জাহাজের ধাক্কায় চরখালী ফেরিঘাটের গ্যাংওয়ে বিধ্বস্ত 🔴 যানবাহন চলাচল বন্ধ

বিশেষ প্রতিনিধি : পিরোজপুরের ভাণ্ডারিয়ার কঁচা নদীর চরখালী-টগরা ফেরিঘাটের চরখালী ঘাটে একটি জাহাজের ধাক্কায় ফেরির ...