ব্রেকিং নিউজ
Home - এক্সক্লুসিভ - পিরোজপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত

পিরোজপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত

 

পিরোজপুর প্রতিনিধি >

‘নারী-পুরুষ সমতায় উন্নয়নের যাত্রা, বদলে যাবে বিশ্ব, কর্মে নতুন মাত্রা’ এই প্রতিপাদ্য নিয়ে পিরোজপুরে আজ বুধবার পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস । আন্তর্জাতিক নারী দিবস-২০১৭ উপলক্ষে পিরোজপুর জেলা প্রশাসন ও জেলা মহিলা অধিদপ্তরের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মহিলা অধিদপ্তরের জেলা কর্মকর্তা সালমা জাহান এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক মো. খায়রুল আলম সেখ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পুলিশ সুপার মো. ওয়ালিদ হোসেন, জেলা মহিলা সংস্থার সভাপতি লায়লা পারভীন, পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশনের উপ-পরিচালক শামিমা আরা স্বপ্না,শামিমা রানী,নুরজাহান বেগম, সনাক সদস্য প্রফেসর রুহুল আমিন।

এছাড়াও বক্তব্য রাখেন, ওয়ার্ল্ড ভিশনের সানজিদা রহমান, এডাবের পক্ষে রফিকুল ইসলাম পান্না, ডাক দিয়েযাই’র উজ্জল দত্ত প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোজাম্মেল হোসেন।
এর আগে কেন্দ্রীয় শহীদ মিনার চত্তর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে শিল্পকলা একাডেমিতে শেষ হয়। র‌্যালীতে জেলা প্রশাসক,পুলিশ সুপার সহ বাংলাদেশ মহিলা পরিষদ, স্থানীয় সরকার প্রকৌশর অধিদপ্তর,উদীয়মান সূর্যনারী উন্নয়ন সংস্তা, এডাব, ডাক দিয়ে যাই, আইন-সালিশ কেন্দ্র, জাতীয় মহিলা সংস্থা, গন উন্নয়ন সমিতি,ওয়ার্ল্ড ভিশন, পিটিআইর প্রশিক্ষনার্থী সহ সরকারী বেসরকারী সংস্থার লোকজন অংশ গ্রহন করে।

Leave a Reply

x

Check Also

লাইটার জাহাজের ধাক্কায় চরখালী ফেরিঘাটের গ্যাংওয়ে বিধ্বস্ত 🔴 যানবাহন চলাচল বন্ধ

বিশেষ প্রতিনিধি : পিরোজপুরের ভাণ্ডারিয়ার কঁচা নদীর চরখালী-টগরা ফেরিঘাটের চরখালী ঘাটে একটি জাহাজের ধাক্কায় ফেরির ...