ব্রেকিং নিউজ
Home - এক্সক্লুসিভ - কাউখালীতে আওয়ামীলীগ কার্যালয়ের তালা ভেঙ্গে ৭ মার্চের কর্মসুচি পালন

কাউখালীতে আওয়ামীলীগ কার্যালয়ের তালা ভেঙ্গে ৭ মার্চের কর্মসুচি পালন

কাউখালী প্রতিনিধি >>

পিরোজপুরের কাউখালী উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ের তালা ভেঙ্গে ৭ মার্চের কর্মসুচি পালন করেছে নেতাকর্মীরা। ৭ মার্চের বিশেষ দিনে দলীয় কার্যালয় তালাবদ্ধ থাকা ও তালা ভেঙ্গে কর্মসূচি পালন নিয়ে নেতা কর্মীদের মধ্যে বিরুপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
জানাগেছে, প্রতিবছর উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে দিনভর ঐতিহাসিক ৭ মার্চে নানা কর্মসুচি পালিত হয়ে আসছে। গতকাল মঙ্গলবার সকালেই উপজেলা আওয়ামীলীগের জ্যেষ্ঠ নেতারাসহ যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ, স্বেচ্ছাসেবক লীগের নেতা কর্মীরা দলীয় কার্যালয়ের সামনে হাজির হয়ে দলীয় কার্যালয় তালা বন্ধ দেখতে পান। এসময় উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সুনীল কুন্ডু উপজেলা সম্পাদক দেলোয়ার হোসেন তালুকদারের কাছে ফোন দিলে উভয়ের ফোন বন্ধ পান। বার বার ফোন দিয়ে যখন সম্পাদকের ফোন বন্ধ পান তখন নেতা কর্মীরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন। একপর্যায় কার্যালয়ের তালা ভেঙ্গে ফেলা হয়। কিছু সময় পর বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সাবেক সম্পাদক মো. ইসাহাক আলী খান পান্না দলীয় নেতাকর্মীদের কার্যালয়ে আসেন এবং নেতা কর্মীদের নিয়ে মুজিব চত্তরে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে দিনের কর্মসুচি শুরু করা হয়।
উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি শাহ মো. কাইউমের সভাপতিত্বে আলোচনা সভায় ইসাহাক আলী খান পান্না ছাড়াও বক্তৃতা করেন যুগ্ম সম্পাদক মো. মনিরুজ্জামান পল্টন, সাংগঠনিক সম্পাদক সুনিল কুন্ডু, মাহামুদ খান খোকন, কোষাধ্যক্ষ সজল দত্ত, স্বেচ্ছা সেবক লীগের সভাপতি মো. আমিনুর রশিদ মিল্টন, সম্পাদক মিন্টু তালুকদার, যুবলীগের সভাপতি অলক কর্মকার, সম্পাদক নাসির তালুকদার, কৃষক লীগের সভাপতি ইউনুস খান, ছাত্রলীগের সভাপতি মৃদুল আহমেদ সুমন প্রমুখ।
নাম প্রকাশে অনিচ্ছুক উপজেলা আওয়ামীলীগের এক নেতার অভিযোগ সাধারণ সম্পাদক ৭ মার্চের কর্মসূচির বিষয়টি গুরুত্ব না দেয়া বিশেষ এ দিনে দলীয় কার্যালয়টি তালাবদ্ধ থাকে। বাধ্য হয়েই নেতা কর্মীরা তালা ভেঙ্গে বিশেষ দিনের কর্মসূচি পালন করে।

অফিস না খোলা সম্পর্কে উপজেলা আওয়ামীলীগের সম্পাদক দেলোয়ার হোসেন তালুকদার সাংবাদিকদের বলেন, আমি বর্তমানে অসুস্থ। তবে অফিস তালাবদ্ধ এ বিষয়ে আমাকে কেউ ফোন দেয়নি। তিনি দাবি করেন দলীয় কোন্দলের কারনেই তারা এসব কথা বলা হচ্ছে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...