ব্রেকিং নিউজ
Home - এক্সক্লুসিভ - মঠবাড়িয়া শেরে বাংলা পাঠাগার ই-বই প্রকাশন এর ভাষা দিবসের বিশেষ ই-লিটল ম্যাগাজিন প্রকাশ

মঠবাড়িয়া শেরে বাংলা পাঠাগার ই-বই প্রকাশন এর ভাষা দিবসের বিশেষ ই-লিটল ম্যাগাজিন প্রকাশ

সাংস্কৃতিক প্রতিবেদক >

পিরোজপুরের মঠবাড়িয়ায় এই প্রথম “শেরে বাংলা সাধারণ পাঠাগার ই-বই প্রকাশন” এর উদ্যোগে প্রকাশ পেলো ভাষা দিবসের বিশেষ ই-লিটল ম্যাগাজিন ” ধন্যবাদ হে ভাষা সৈনিক ” ।

এক ঝাঁক নবীন ও প্রবীণ লেখকের লেখনীর সমন্বয়ে প্রকাশিত এই সংকলনে থাকছে প্রবন্ধ, ছড়া, কবিতা ও অন্যান্য লেখা। সংকলনটির সম্পাদনা করেনছেন তরুণ কবি সাদা কাঁক(মেহেদী হাসান)।

তিনি জানান, মঠবাড়িয়াতে আনুষ্ঠানিক ভাবে ই-বই প্রকাশ যেহেতু এই প্রথম এবং এটি অতি স্বল্প সময়ের প্রচেষ্টার ফসল, তাই কিছুটা ভুল ত্রুটি রয়েছে। তাই পাঠকের কাছে ভুল গুলো ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ করা হচ্ছে।
আগামী বিশেষ বিশেষ দিবস উপলক্ষ্যে এরকম ই-বই অনলাইনে প্রকাশ করা হবে। কেউ যদি এই ই প্রকাশনার মাধ্যমে লেখা প্রকাশ করতে চান তবে ” মঠবাড়িয়া শেরে বাংলা পাঠাগার ” ফেসবুক পেজে যোগাযোগ করতে পারবেন।

বইটির সরাসরি ডাউনলোড লিঙ্ক নিচে দেয়া হলো।

Download link: https://www.dropbox.com/s/t7ueg5f8ibtp1ys/MathbariaPathagar.pdf?dl=1&pv=1

Leave a Reply

x

Check Also

লাইটার জাহাজের ধাক্কায় চরখালী ফেরিঘাটের গ্যাংওয়ে বিধ্বস্ত 🔴 যানবাহন চলাচল বন্ধ

বিশেষ প্রতিনিধি : পিরোজপুরের ভাণ্ডারিয়ার কঁচা নদীর চরখালী-টগরা ফেরিঘাটের চরখালী ঘাটে একটি জাহাজের ধাক্কায় ফেরির ...