ব্রেকিং নিউজ
Home - এক্সক্লুসিভ - মঠবাড়িয়ায় অগ্নিকান্ডে ডাকঘরসহ ১৮টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই : অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি

মঠবাড়িয়ায় অগ্নিকান্ডে ডাকঘরসহ ১৮টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই : অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি

 

মঠবাড়িয়া প্রতিনিধি :

পিরোজপুর মঠবাড়িয়ার গিলাবাদ বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ডাকঘরসহ ১৮টি দোকানঘর সম্পূর্ন ভস্মিভুত হয়েছে। শুক্রবার দিবাগত গভীর রাতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দাবি করেছেন ।

স্থানীয়দের সুত্রে জানাগেছে, শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে গিলাবাদ বাজারেরর একটি চায়ের দোকানের চূলার আগুন থেকে আগুনের সুত্রপাত ঘটে। পরে আগুন পার্শ্ববর্তী ব্যবসা প্রতিষ্ঠানে ছড়িয়ে পড়ে। মঠবাড়িয়া ফায়ার সার্ভিস খবর পেয়ে বেহাল সড়কের কারনে অগ্নিকান্ডস্থলে পৌঁছতে পারেনি। ফরে আগুন নিয়নস্ত্রণে আনা সম্ভব হয়নি। আগুনে গিলাবাদ ডাকঘর, ফার্মেসী, মুদি, কসমেটিক্স, কম্পিউটার, হোটেলসহ ১৮টি ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ন ভস্মিভুত হয়।

গিলাবাদ বাজার পোষ্ট মাস্টার (ইডি) ননী গোপাল দেবনাথ জানান, ফায়ার সার্ভিস না আসতে পারায় ডাকঘরের সমস্ত কাগজপত্র মালামালসহ সবকিছু আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে বাজারের প্রায় আর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে ব্যবসায়িদের।

মঠবাড়িয়া ফায়ার সার্ভিসের ষ্টেশন কর্মকর্তা আব্দুল হক জানান, রাস্তা বেহাল ও অপ্রশস্ত হওয়ায় ফায়ার সার্ভিসের গাড়ি অগ্নিকান্ডস্থলে পৌছতে পারেনি। ফলে আগুন যথাসময়ে নিয়ন্ত্রন করা সম্ভব হয়নি।

Leave a Reply

x

Check Also

লাইটার জাহাজের ধাক্কায় চরখালী ফেরিঘাটের গ্যাংওয়ে বিধ্বস্ত 🔴 যানবাহন চলাচল বন্ধ

বিশেষ প্রতিনিধি : পিরোজপুরের ভাণ্ডারিয়ার কঁচা নদীর চরখালী-টগরা ফেরিঘাটের চরখালী ঘাটে একটি জাহাজের ধাক্কায় ফেরির ...