ব্রেকিং নিউজ
Home - এক্সক্লুসিভ - সঞ্জয় মালাকরের শব্দাবলী

সঞ্জয় মালাকরের শব্দাবলী

চাপাবাজ —————-
সবকিছুতে চাপাবাজি তার আষাঢ়ে গল্প,
ছলাকলায় গেলে ভুলে মনে হবেনা কল্প!
জ্ঞানীগুণির ভাব ধরে সর্বজান্তা সাজে,
মূর্খতারই ভেলকিবাজি প্রমাণ মেলে কাজে!
আদেশ নির্দেশ উপদেশে নেতা না হয় গুরু,
ভাবটা এমন ভয়ঙ্কর সে আসলে কিন্তু ভীরু।
সবকিছুতে মাতব্বরি বড়-ছোট ভেদ নাই,
সর্বকাজে কাজী সাজে কাজের বেলায় নাই।
নিজের ঢোল আপনি পিটে সাজো যতই সঙ,
সময় ঠিকই মুছে দেবে প্রলেপ করা রঙ!
জানবে একদিন চিনবে সবাই তুমি চাপাবাজ,
মুখোশ তোমার যাবে খুলে কিসে ডাকবে লাজ!
সাবধান হয়ে যাও ——————
মুখোশধারী, সাবধান হয়ে যাও ভুমিকম্প হবে ফের; প্রলয় ঘটবে ধরায়!
তোমার সস্তা খ্যাতির অট্টালিকা ভেঙ্গে চুরমার হয়ে ধূসর ধূলায় মিশবে।
তোমার নিকৃষ্ট মূর্তির প্রতিবিম্বে তুমিই থুথু দেবো; আক্ষেপে বলবে,
” মরণ ভালো- মৃত্যু চাই, মৃত্যু চাই।”
মৃত্যু তোমাকে ধরা দেবে না: পালাবে,
তুমি আত্মগ্লানিতে অন্তর্দ্বন্দ্বে আর কৃতকর্মের অনুশোচনার অনলে জ্বলবে, পুড়বে, কিন্তু মরবে না, তুমি মরবে না;
পৃথিবীই হবে তোমার জাহান্নাম।
মুখোশধারী, সাবধান হয়ে যাও এখনো, এখনো সময় আছে ঢের।
দারিদ্র্য —————–
ক্ষুধার অন্ন যোগাতে কত বিড়ম্বনাই না সইতে হয়,
মাথার ঘাম পায়েতে ফেলে দুঃখের বোঝা বইতে হয়!
নিত্য নতুন অভাব আসে বুক ফেটে যায় দীর্ঘশ্বাসে,
পড়ে আছি মায়ার পাশে অবুঝ মনটা ভেবে কয়!
ছোট্ট আমার জীর্ণ কুঠির ঝড়ের দিনে থাকেনা স্থীর,
সেই ভাবনায় হলে অধীর উপায় কিছুই হবার নয়।
সংসার চলে বড়ই কষ্টে দারিদ্র রয়েছে আষ্টেপৃষ্ঠে,
দুর্দশার এই পোড়া অদৃষ্টে সুখের স্বপ্ন অধরাই রয়!

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...