ব্রেকিং নিউজ
Home - এক্সক্লুসিভ - বাবুই পাখি হয়েই জন্মানো উচিৎ ছিলো

বাবুই পাখি হয়েই জন্মানো উচিৎ ছিলো

রফিকুল ইসলাম রাকিব >

ছোটবেলায় অামরা একটা কবিতা পড়তাম– বাবুই পাখির ডাকি বলেছে চড়াই কুড়ে ঘরে থেকে কর শিল্পের বড়াই। এরকম হাজারো কবিতা শুনিয়ে রাতে ঘুম পারাতেন আমার মা। এখন বড় হয়ে মায়ের কথা ভুলে গেছি, হয়ে গেছি ব্যস্ত ছোট-বড় কিছু কাজ নিয়ে। একবারও কি ভেবে দেখেছি? মায়ের জন্য অামরা কি করেছি? বড় ভাইরা কি করেছিলো? . শুরুটা হয়েছিলো রফিক,সফিকদের মিছিলের মাধ্যমে। কিন্তু অামরা কতটুকু সেই মিছিলকে সম্মান দিয়েছি। কতটুকু পেরেছি ৫২ এর মর্জাদা দিতে। অামরা কি পেরেছি ২১ কে মুল্লায়ন করতে? না পারিনি। . কিভাবে মুল্লায়ন করলাম?—– এখন একটা বিয়ের অনুষ্ঠানে হিন্দি গান ছাড়া জমে না। কোন কনসার্টে শুরুটা হিন্দি গান না করলে শরির গরম হয় না। . গতকাল ২১ ফেব্রুয়ারি ছিলো। অামার দেখা ও জানা মতে প্রত্যেকটা শহীদ মিনারে মাইকে হিন্দি গান সহ ডিজে বাজানো হয়েছে। এবং ২১ শের নামে হয়েছে পিকনিক। এটা কেমন শহীদের তরে সম্মান প্রদর্শন। নাকি তাদের অপমান?? . অাগেকার দিনের কবিরা কলম নিয়ে বসলে অন্যদেশের মানুষ হিংসায় জ্বলতো। নজরুল,রবিরা রাজত্ব করতো। মাইকেলের রূপসি বাংলা। এগুলো কোথায়? বর্তমানে বাংলার কবিরা ইংরেজি কবিতা লেখে।হিন্দি সাহিত্য চর্চা করে। . বাবুই পাখি সেও অট্টালিকায় থাকতে পারতো।কিন্তু তার নিজের কুড়ে ঘর ছেড়ে অট্টালিকার কথা সে চিন্তা করতে পারে নাই। হায়রে মানুষ ! অামাদের অাসলে বাবুই পাখি হয়েই জন্মানো উচিৎ ছিলো।

লেখক : শিক্ষার্থী, পিরোজপুর সোহরাওয়ার্দি কলেজ

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...