ব্রেকিং নিউজ
Home - এক্সক্লুসিভ - পিরোজপুর সদর উপজেলাকে বাল্য বিবাহ মুক্ত ঘোষনা

পিরোজপুর সদর উপজেলাকে বাল্য বিবাহ মুক্ত ঘোষনা

খালিদ আবু, পিরোজপুর >
“ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচাতে আর তাদের সুস্থ ও সুন্দর জীবন বিনির্মানে বাল্য বিবাহ রোধ করবো এবং গড়ে তুলবো সামাজিক আন্দোলন” এই শপথ পাঠের মধ্যদিয়ে পিরোজপুর সদর উপজেলাকে বাল্য বিবাহ মুক্ত ঘোষনা করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জামাল হোসেন’র সভাপতিত্বে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে এক সভায় প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে এ ঘোষনা দেন জেলা প্রশাসক মো. খায়রুল আলম সেখ।

প্রধান অতিথির বক্তব্যে মো. খায়রুল আলম সেখ বলেন, আজ থেকে পিরোজপুর সদর উপজেলাকে বাল্য বিবাহ মুক্ত ঘোষনা করা হলো। এই ঘোষনার মাধ্যমে এ উপজেলায় আর কোন বাল্য বিয়ে হতে দেয়া হবেনা। যারা বাল্য বিয়ের সঙ্গে সম্পৃক্ত থাকবেন তাদেরকে আইনের আওতায় এনে কঠিন শাস্তি দেয়া হবে। তিনি বাল্য বিবাহের কুফল সর্ম্পকে সবাইকে সচেতন হওয়ার আহবান জানান। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান মজিবুর রহমান খালেক,সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ মো: জাহাঙ্গীর খান, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সালমা জাহান, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোজাম্মেল হোসেন,সাংবাদিক গৌতম চৌধুরী,কলেজ ছাত্রী সায়মা হোসেন প্রমুখ।

আলোচনা সভায় বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী সহ বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্ঠান অংশগ্রহন করেন। এর আগে শহরে এক বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে শহীদ মিনারে শেষ হয়।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...