ব্রেকিং নিউজ
Home - এক্সক্লুসিভ - বেসরকারী শিক্ষকদের অবসরের বয়স

বেসরকারী শিক্ষকদের অবসরের বয়স

মো. আলমগীর হোসেন খান >

দেশের বেসরকারী শিক্ষকরা নানাভাবে অবহেলিত। অবহেলিত শিক্ষা জাতীয়করণ থেকে। অবহেলিত বেতন বৈষম্যে আর চাকুরীর বয়সসীমা থেকে। বেসরকারী শিক্ষকদের অবসরের বয়স ৬০ বছর যা ৬৫ বছর হওয়া প্রয়োজন। বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল, কলেজ, মাদ্রাসা) শিক্ষকদের অবসরের বয়স ৬০ বছর। একজন শিক্ষক লেখা-পড়া শেষ করে অনেক চড়াই-উৎড়াই পেরিয়ে অবশেষে শিক্ষকতায় প্রবেশ করে থাকেন। প্রাথমিক অবস্থায় শিক্ষানবীশ কাল চলে। বি.এড, এম.এড বিষয় ভিত্তিক প্রশিক্ষনসহ বিভিন্ন প্রশিক্ষন গ্রহণ শেষে একজন শিক্ষক যোগ্য শিক্ষকে পরিনত হন। ১২ বছরের অভিজ্ঞতার পরে কোন প্রতিষ্ঠান প্রধানের দায়িত্ব গ্রহণ করতে পারেন কেউ কেউ। বাকী শিক্ষকরা বিষয় ভিত্তিক যোগ্য শিক্ষক হিসেবে নিজেকে উপস্থাপন করার চেষ্টা করতে থাকেন। অনেক পরিশ্রম মেধা ও মননশীলতা জীবনের মূল্যবান সময় সবকিছু বিসর্জন দিয়ে নিজে যখন ঐ শিক্ষক একজন নামি- ধামি শিক্ষকে পরিনত হন ঠিক তখনই তাঁর বিদায়ের ঘন্টা বাজে। আরো অনেক সুন্দর কিছু এ জাতিকে যখন উপহার দিবেন ঠিক তখন ৬০ বছর বয়সের কারনে শারিরীকভাবে অক্ষমতায় পরিনত হন। একজন প্রতিষ্ঠান প্রধান নিরলসভাবে জীবনের সবটুকু অর্জন দিয়ে কাজ করতে করতে তিনি যখন একজন সুযোগ্য প্রতিষ্ঠান প্রধান হিসেবে প্রতিষ্ঠান, প্রতিষ্ঠানের এলাকা, উপজেলা, জেলা এবং জাতীয় পর্যায়ে প্রতিষ্ঠিত হন ঠিক তখনই তাঁর ৬০ বছরের বিদায়ের ঘন্টা বেজে উঠে। অবসর নামক কঠিন পাথর খানা এসে মাথায় ভির করার কারনে তিনিও শারিরীকভাবে অক্ষমতায় পরিনত হন। জাতিকে যখন অনেক কিছু দেয়ার জন্য তৈরী হন ঠিক তখনই বিদায় নিয়ে বাড়ি যেতে বাধ্য হন। অথচ পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা ৬৫ বছর বয়সে অবসরে যান। অবসরের বয়স ৬৫ বছর থাকার কারনে মানসিকভাবে ওনারা ভাল থাকেন এবং শারিরীকভাবে সক্ষম থাকেন। বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা যখন একজন যোগ্য শিক্ষকে পরিনত হয়ে দেশ ও জাতিকে অনেক কিছু দেয়ার জন্য তৈরী হন ঠিক তখনই তিনি অবসরে যাবার কারনে দেশ ও জাতি বঞ্চিত হন। অবসরের বয়স ৬৫ বছর হলে ঐ যোগ্যতম শিক্ষকদের দ্বারা দেশ ও জাতি অনেক উপকৃত হতো এবং শিক্ষক মহোদয়ও তাঁর যোগ্যতা ও অভিজ্ঞতা দিয়ে প্রান ভরে কর্তব্য পালন করতেন। এলাকাবাসী ও তাঁর নেতৃত্ব প্রান ভরে মেনে নিতেন শ্রদ্ধার সাথে। তাই দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে বেসরকারী শিক্ষকদের অবসরের বয়স ৬৫ বছর করা একান্ত প্রয়োজন।

একজন শিক্ষক হিসেবে এই দাবিটুকু আশা করছি দেশ ও মানুষের স্বার্থে বর্তান শিক্ষাবন্ধব জননেত্রী শেখ হাসিনার সরকার সদয় বিবেচনা করবেন।

লেখক পরিচিতি > মো. আলমগীর হোসেন খান,অধ্যক্ষ , মিরুখালী স্কুল এন্ড কলেজ, মঠবাড়িয়া, পিরোজপুর।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...