ব্রেকিং নিউজ
Home - এক্সক্লুসিভ - মঠবাড়িয়ায় নব নির্মিত শহীদ মিনারের দ্বার উন্মোচন করলেন ভাষা সংগ্রামী হাবিবুর রহমান

মঠবাড়িয়ায় নব নির্মিত শহীদ মিনারের দ্বার উন্মোচন করলেন ভাষা সংগ্রামী হাবিবুর রহমান

মঠবাড়িয়া প্রতিনিধি >

আর্ন্তজাতিক মাতৃভাষা দিবসে পিরোজপুরের মঠবাড়িয়া মহিউদ্দিন আহমেদ মহিলা ডিগ্রি কলেজ ক্যাম্পাসে নব-নির্মিত শহীদ মিনারেরর দ্বার উন্মোচন করলেন ভাষা সংগ্রামী ও অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক মো. হাবিবুর রহামান খান। আজ মঙ্গলবার ফিতা কেটে তিনি শহীূদ মিনারের দ্বার উন্মোচন করেন। পরে তিনি এ শহীদ মিনারে পুষ্পমাল্য দিয়ে শহীদদের শ্রদ্ধা নিবেদন করেন।

শেষে কলেজ মিলনায়তনে কলেজের অধ্যক্ষ আজীম-উল-হকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন, ভাষা সৈনিক হাবিবুর রহমান খান, উপজেলা আ’লীগ সহ-সভাপতি আরিফ-উল-হক, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক নূর হোসাইন মোল্লা, কলেজ গভার্নিং বডির সদস্য ও উপজেলা আ’লীগ যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ উদ্দিন পলাশ, পৌর সচিব হারুন-অর-রশিদ, অধ্যাপক তপন কুমার হালদার, প্রেসক্লাব সভাপতি আবদুস সালাম আজাদী, সাধারন সম্পাদক মো. জিল্লূর রহমান, সাংবাদিক দেবদাস মজুমদার, মিজানুর রহমান মিজু, প্রভাষক জুলহাস শাহীন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আলাউদ্দিন আল আজাদ প্রমূখ।
প্রধান অতিথি ভাষা সৈনিক হাবিবুর রহমান খান তাঁর বক্তব্যে বলেন, ১৯৫২ সালে ভাষার জন্য সংগ্রাম করেছি বলেই আজ বাংলা ভাষায় কথা বলতে পারছি। শহীদ মিনারের দ্বার উন্মোচন করে কলেজ কর্তৃপক্ষ আজ আমাকে যে সম্মাননা দেখিয়েছে এজন্য আমি কৃতজ্ঞ।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...