ব্রেকিং নিউজ
Home - এক্সক্লুসিভ - মঠবাড়িয়ায় একুশের প্রথম প্রহরে সর্বস্তরের মানুষের ফুলেল শ্রদ্ধা

মঠবাড়িয়ায় একুশের প্রথম প্রহরে সর্বস্তরের মানুষের ফুলেল শ্রদ্ধা

মঠবাড়িয়া প্রতিনিধি >

পিরোজপুরের মঠবাড়িয়ায় আন্তর্জাতিক মহান মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে আজ মঙ্গলবার রাত ১২টা ১ মিনিটে শহীদ মিনারে সর্বস্তরের হাজারো মানুষ ফুল দিয়ে ভাষা শহীদদের শ্রদ্ধা জানিয়েছে। উপজেলা প্রশাসন, পৌরসভা, বিভিন্ন রাজনৈতিক দল,সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতা কর্মীরা ফুল দিয়ে শহীদ মিনারে একুশের প্রথম প্রহরে শ্রদ্ধা জানায়। এসময় শহীদ মিনার চত্বর জুড়ে মানুষের ঢল নামে।

এসময় মঠবাড়িয়োর সাবেক সংসদ সদস্য ডা. আনোয়ার হোসেন, উপজেলা চেয়ারম্যান মো. আশরাফুর রহমান, পৌর মেয়র রফিউদ্দিন আহম্মেদ ফেরদৌস, কেন্দ্রীয় আ.লীগ নেতা ডা. এম নজরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম ফরিদ উদ্দিন, উপজেলা আ,লীগের সিনিয়র সহ সভাপতি এমাদুল হক খান, থানার অফিসার ইনচার্জ খন্দকার মোস্তাফিজুর রহমান,উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিম মাতুব্বরসহ আ.লীগ,মুক্তিযোদ্ধা সংসদ,বিএনপি,জাতীয় পার্টি, কমিউনিস্ট পার্টি ও তাদের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

এছাড়া মঠবাড়িয়া সরকারী কলেজ, কেেএম লতিফ ইনস্টিটিউশন, মঠবাড়িয়া প্রেস ক্লাব, উদীচী শিল্পী গোষ্ঠি, সোশাল জার্নালিস্ট গ্রুপ, ছ্ট্টে মনুদের জন্য ভালবাসাসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ হতে ফুল দিয়ে শহীদ মিনারে শ্রদ্ধা জানানো হয়।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...