ব্রেকিং নিউজ
Home - অপরাধ - পাথরঘাটায় ভ্রাম্যমান আদালতে ৪৬ জেলের কারাদণ্ড

পাথরঘাটায় ভ্রাম্যমান আদালতে ৪৬ জেলের কারাদণ্ড

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি >

বরগুনার পাথরঘাটায় নিষিদ্ধ জাল দিয়ে মাছ শিকারের সময় ১৩ ট্রলারসহ ৫০ জেলেকে আটকের পর ৪৬ জেলেকে আটক করা হয়েছে। আটকৃত জেলেদের ১৫ দিন করে কারাদণ্ডাদেশ দিয়েছে ভ্রাম্যমান আদালত। আজ শনিবার বিকালে পাথরঘাটা উপজেলা সহকারী কমিশনার( ভূমি) মো. ইকবাল হোসেন এ দণ্ডাদেশ দেন।

শুক্রবার দিবাগত রাতে অভিযান চালিয়ে পাথরঘাটা উপজেলার বিষখালী ও বলেশ্বর নদীর বিভিন্ন স্থান থেকে ১৩ ট্রলারসহ ৫০ জেলেকে আটক করে পাথঘাটা নৌ-পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৮০ মণ জাটকা ইলিশসহ বিভিন্ন প্রজাতির মাছ জব্দ করা হয়।

আটক ৫০ জেলের মধ্যে ৪৬ জেলেকে ১৫ দিন করে জেল দেওয়া হলেও বেলাল ফকির (৪৫), আক্কাস খান (১৭), মামুন (১৭) ও আবু তালেবকে (২২) শারীরিক অসুস্থ্য ও অপ্রাপ্তবয়স্ক হওয়ায় বেকসুর খালাশ দেওয়া হয়েছে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...