ব্রেকিং নিউজ
Home - এক্সক্লুসিভ - মঠবাড়িয়ায় মাতৃভাষা দিবসের প্রস্তুতি সভায় ১১ ইউপি চেয়ারম্যান অনুপস্থিত!

মঠবাড়িয়ায় মাতৃভাষা দিবসের প্রস্তুতি সভায় ১১ ইউপি চেয়ারম্যান অনুপস্থিত!

বিশেষ প্রতিনিধি >

পিরোজপুরের মঠবাড়িয়ায় ২১ ফ্রেবুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের প্রস্তুতি সভায় উপজেলার ১১ ইউপি চেয়ারম্যান উপস্থিত হননি । এমনকি সভায় থানা পুলিশ ও পৌরসভা কর্তৃপক্ষের কোন প্রতিনিধিও সভায় আসেননি। ফলে মার্তৃভাষা দিবস পালনের প্রস্তুতি সভার কার্যক্রম ব্যহত হয়। এতে সভায় ক্ষোভের সৃষ্টি হয়। ।
আজ বুধবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম ফরিদ উদ্দিনের সভাপতিত্বে এ প্রস্তুতি সভা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় উপজেলার ১১জন ইউনিয়নের চেয়ারম্যান, পৌরসভার প্রতিনিধি ও পুলিশ প্রশাসনের প্রতিনিধি উপস্থিত না থাকায় ক্ষোভ প্রকাশ করা হয়। সভায় উপস্থিত সকলে অনুপস্থিত সদস্যদের বিষয়ে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অনুরোধ জানান ।

সভায় বক্তব্য দেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান বাদশা, যুদ্ধকালীন কমান্ডার মজিবুল হক খান মজনু, কেএম লতিফ ইননিষ্টিটিউশনের প্রধান শিক্ষক মো. মোস্তাফিজুর রহমান, মুক্তিযোদ্ধা শাহাদাৎ হোসেন রাজা, সাংবাদিক মিজানুর রহমান মিজু, মজিবুর রহমান, কামরুল আকন, উন্নয়ন কর্মী ইসরাত জাহান মমতাজ প্রমূখ।

এ ব্যাপারে উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও টিকিকাটা ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলাম রিপন জমাদ্দার সভার চিঠি পাননি দাবি করে বলেন, উপজেলা প্রশাসন আমাদের কোন মূল্যায়ন করেন না । প্রস্তুতি সভার চিঠি না পাওয়ায় উপস্থিত হতে পারিনি।

তবে এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম ফরিদ উদ্দিন জানান, তার কার্যালয়ের ৭২ নম্বর স্মারকে গত ৯ ফেব্রুয়ারী মাতৃভাষা দিবস পালনের প্রস্তুতি সভার চিঠি ১১ ইউপি চেয়ারম্যান বরাবরে দেওয়া হয়েছে। এছাড়া গত ১৩ ফেব্রুয়ারী অনুষ্ঠিত উপজেলা আইন শৃংঙ্খলা সভায়ও মাতৃভাষা দিবসের প্রস্তুতি সভায় উপস্থিত থাকার জন্য সকলকে অনুরোধ করা হয়। সংশ্লিষ্টদের সভায় উপস্থিত না থাকাটা দুঃখজনক।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...